বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » সন্ধ্যার রাজধানীতে ৯টি যানবাহনে আগুন
সন্ধ্যার রাজধানীতে ৯টি যানবাহনে আগুন
পক্ষকাল প্রতিবেদক: অবরোধের ১৭তম দিনে রাজধানীতে পৃথক ঘটনায় সন্ধ্যার পর সাতটি যাত্রীবাহী বাস, একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান ও হিউম্যান হলারে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এসব ঘটনায় পুলিশ এ পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কমলাপুর টিটি পাড়াতে ‘একুশে পরিবহন’ নামে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। একই সময়ে রামপুরা টিভি ভবনের সামনে একটি কাভার্ডভ্যান ও কাঁচাবাজারের সামনে ‘সুপ্রভাত’ নামে যাত্রীবাহী একটি বাসে আগুন দেয়া হয়।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পোস্তগোলা এলাকায় একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। এদিকে রাত সাড়ে আটটার দিকে গাবতলী বাস ডিপোতে তিনটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। কিছুক্ষণ পর মগবাজারে হিউম্যান হলার ও মালিবাগে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মালিবাগে বাসে আগুন দেয়ার পর এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টিটি পাড়াতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।