শুক্রবার, ২৩ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » » যাত্রাবাড়ীতে বাসে পেট্রোলবোমা হামলা, দগ্ধ ৫ যাত্রী
যাত্রাবাড়ীতে বাসে পেট্রোলবোমা হামলা, দগ্ধ ৫ যাত্রী
পক্ষকাল প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী একটি বাসে পেট্রোলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ৫ যাত্রী দগ্ধ হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।
যাত্রবাড়ী থানার এসআই মোহাম্মাদ শাহজাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, বাসে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ২টি ইউনিট পাঠানো হয়েছে।
: ২০ দলের ডাকা অবরোধ কর্মসূচির ১৮তম দিনে রাজধানীর নীলক্ষেতে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নীলক্ষেতের সামনে সেফটি পরিবহনের ওই বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। নীলক্ষেত পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এদিকে, এ ঘটনার কিছুক্ষন পূর্বে রাজধানীর নয়াপল্টনে একটি পেট্রল বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের গলির মুখে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পেট্রল বোমা ও ককটেল বিস্ফোরণের পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণের পর ওই ঘটনাস্থলে পুলিশ টহল বৃদ্ধি করা হয়েছে। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।