সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » অর্থনীতি | বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » আমিরাতে উৎসবমুখর পরিবেশে শেষ হলো রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০২২ ও সিআইপি সংবর্ধনা
আমিরাতে উৎসবমুখর পরিবেশে শেষ হলো রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০২২ ও সিআইপি সংবর্ধনা
মো. ফখরুদ্দীন মুন্না, দুবাই থেকে
উৎসবমুখর পরিবেশে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো সিআইপি সংবর্ধনা ও রেমিটেন্স অ্যাওয়ার্ড ২০২২। গত বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ে বৈধপথে রেমিটেন্স প্রদানকারীদের সম্মাননা এবং ২০১৯ ও ২০২০ সালের সিআইপিদের সংবর্ধনা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আয়োজন করা হয়েছিলো। অনুষ্ঠানে রেমিটেন্স যোদ্ধাদের মাঝে অ্যাওয়ার্ড ও সিআইপিদের সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী এমরান আহমদ।
প্রবাসী বাংলাদেশীদের উৎসাহ দেবার জন্যই দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল বিএম জামাল হোসেন রেমিটেন্স অ্যাওয়ার্ড প্রদানের আয়োজন করেন। অনুষ্ঠানে পাঁচটি ক্যাটাগরিতে মোট ৫২ জনকে রেমিটেন্স অ্যাওয়ার্ড প্রদান করেন। এর মধ্যে সাধারণ শ্রমিক নিম্ন বেতনভুক্ত, বেতনভুক্ত, ব্যবসায়ী, নারী উদ্যোক্তা ও পেশাজীবী প্রবাসী বাংলাদেশী এই সম্মান অর্জন করেন। পাশাপাশি ৩৯ জন সিআইপিকেও সম্মাননা দেন বাংলাদেশ কনস্যুলার দুবাই।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রেমিটেন্স অ্যাওয়ার্ড ও সিআইপিদের সম্মাননা তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমেদ চৌধুরী, এমপি।
অনুষ্ঠানের প্রধান অতিথি ইমরান আহমেদ বলেন, দেশের উন্নয়নের অংশীদার বৈধ পথে রেমিটেন্স প্রদানকারী প্রবাসী বাংলাদেশী নাগরিকরা। আমাদের বিভিন্ন কর্মসূচির মধ্যে রেমিটেন্স অ্যাওয়ার্ড বিশ্বে ব্যাপক সারা ফেলেছে। এতে দেশের ভাবমূর্তি উজ্জ্বলের পাশাপাশি প্রবাসীদের রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করা হলো। এতে দেশের ভাবমূর্তি যেমন উজ্জ্বল হয়েছে, প্রবাসীদের মাঝেও ব্যাপক সচেতনতা বৃদ্ধি পেয়েছে। আমাদের এই সফল চেষ্টা অব্যাহত থাকবে বলে আমি মনে করি।
আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাফর আহমেদের সভাপতিত্বে দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, লেবার কাউন্সিলর ফাতেমা জাহান বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ কনস্যুলেটের শ্রম সচিব ফকির মনোয়ার হোসেন। প্রমুখ
প্রমুখ।