বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
প্রথম পাতা » » সেনাবাহিনীর অর্থায়নে পানছড়িতে শিক্ষা সামগ্রী বিতরণ
সেনাবাহিনীর অর্থায়নে পানছড়িতে শিক্ষা সামগ্রী বিতরণ
(খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী এলাকা পানছড়িতে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
১ মার্চ বুধবার দুপুর ১২টায় উপজেলার ফাতেমানগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। যার মাঝে ছিল টেবিল, চেয়ার, বই-খাতা ও স্কুল ব্যাগ। খাগড়াছড়ি সদর জোন ৩০ বীরের অধিনায়ক লে: কর্ণেল আবুল হাসনাত উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন। সকল সম্প্রদায়ের শিক্ষার্থীদের মিলনমেলার এই বিদ্যালয়টিতে ভবিষ্যতে আরো সহযোগিতার ব্যাপারেও আশ্বাস প্রদান করেন তিনি। এ সময় পানছড়ি সাব জোন কমান্ডার মেজর জোবায়ের মাহমুদ, ক্যাপ্টেন মাহিম, অ. লে: মোস্তফা কামাল, বিদ্যালয় প্রধান সাদেকুল ইসলামসহ শিক্ষক বিদ্যালয় পরিচালনা কমিটি ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানায় এবং তিনি বলেন এরূপ সহযোগিতার শিক্ষাঙ্গনে আরো এগিয়ে যেতে সহযোগিতা যোগাবে।