শুক্রবার, ১০ মার্চ ২০২৩
প্রথম পাতা » অপরাধ » চোরাই অটো রিক্সাও ব্যাটারিসহ ২ জনকে আটক করেছেন বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।
চোরাই অটো রিক্সাও ব্যাটারিসহ ২ জনকে আটক করেছেন বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।
গত০৮/০৩/২৩ ইং তারিখ রাত ১০:০০ ঘটিকার সময় বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম এর নির্দেশে তাতুয়াকান্দি দক্ষিণপাড়া সাকিনে বায়তুন নুর জামে মসজিদের সামনে, এস,আই নুরুজ্জামান সংগীয় ফোর্স সহ ১টি অটো রিক্সার সহ০৫টি ব্যাটারী, সিএনজিসহ গাওরাটুলি গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে নাছির উদ্দিন ও হোমনা থানার নজরপুরের রাজ্জাকের ছেলে কবির হোসেনদ্বয়কে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি মতে অত্র থানাধীন পূর্বহাটি সাকিনের ব্রীকফিল্ডের পশ্চিম পার্শ্ব হইতে চুরি করা অটোরিক্সাটি উদ্ধার করা হয়। গত ০৬/০৩/২৩ইং তারিখ দিবাগত রাতে বাঙ্গরা বাজার এলাকা হতে অটোরিকশা চুরি করিয়া পালানোর সময় অত্র থানার টহল টিমের চেক পোস্টে আটক হয়। এই সংক্রান্তে বাদী নুরুল ইসলাম, পিতা-মোহন মিয়া, সাং-শরেরপাড়, থানা-বাঙ্গরা বাজার, জেলা-কুমিল্লা এজাহার দাখিল করেছে। মামলা রুজু করে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।