বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
প্রথম পাতা » অর্থনীতি » বিদ্যুৎ ও গ্যাস সেক্টরের ভর্তুকি থেকে বের হওয়ার প্রস্তুতি চলছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বিদ্যুৎ ও গ্যাস সেক্টরের ভর্তুকি থেকে বের হওয়ার প্রস্তুতি চলছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক
(৩ ঘন্টা আগে) ১৮ মে ২০২৩,
1
বিদ্যুৎ ও গ্যাস সেক্টরে সরকার দীর্ঘদিন ধরে যে ভর্তুকি দিয়ে আসছে তা থেকে বের হওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, বিদ্যুৎ ও গ্যাসের দাম আন্তর্জাতিক বাজারের ওপর ছেড়ে দেওয়া হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীতে এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে জানতে চাইলে নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণে নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এখন সরকারের মূল লক্ষ্য সাশ্রয়ী বিদ্যুতের ব্যবস্থা করা। তার অংশ হিসেবে আগামী দুই বছরের মধ্যে ২ হাজার মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সুত্র মানবজমিন