রবিবার, ২৮ মে ২০২৩
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » স্বরাষ্ট্রমন্ত্রী: শর্তসাপেক্ষে রাষ্ট্রদূতরা বিশেষ প্রটোকল পাবেন
স্বরাষ্ট্রমন্ত্রী: শর্তসাপেক্ষে রাষ্ট্রদূতরা বিশেষ প্রটোকল পাবেন
ঢাকায় নিযুক্ত ভারত, সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের শর্তসাপেক্ষে বিশেষ প্রটোকল বা পুলিশের নেতৃত্বে এসকর্ট সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ২৭ মে, শনিবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ২০১৩ সালে দেশের অবস্থা ভালো ছিলা না, তখন কয়েকজন রাষ্ট্রদূতকে বাইরে চলাফেরার সময় পুলিশ এসকর্ট দেওয়া হতো। কিন্তু এখন আর আগের অবস্থা নেই, এখন পরিস্থিতি অনেক ভালো। তাই রাষ্ট্রদূতদের এসকর্ট সুবিধা তুলে নেওয়া হয়েছিল। তবে রাষ্ট্রদূতরা চাইলে আবারও এসকর্ট সুবিধা ফিরে পাবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো দূতাবাস যদি মনে করে তাদের এসকর্ট সুবিধা দরকার। তাহলে শর্তসাপেক্ষে সবাই এসকর্ট সুবিধা ফিরে পাবেন। একজন পুলিশ কমান্ডারের নেতৃত্বে তাদের এসকর্ট সুবিধা দেওয়া হবে। তাদের এসকর্ট দেওয়ার জন্য আমাদের আনসার সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে।