শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ১৫ মাঘ ১৪৩১

Daily Pokkhokal
রবিবার, ২৮ মে ২০২৩
প্রথম পাতা » রাজনীতি » সেবক থেকে শোষক জনগন সেবা বঞ্চিত
প্রথম পাতা » রাজনীতি » সেবক থেকে শোষক জনগন সেবা বঞ্চিত
৫১২ বার পঠিত
রবিবার, ২৮ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সেবক থেকে শোষক জনগন সেবা বঞ্চিত

সেবক থেকে শোষক জনগন সেবা বঞ্চিত

শিব্বির দেওয়ান---


সেবার নামে জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন জাগে অনেকের।

ভোটের মাঠে প্রতিশ্রুতি দিয়ে জনগনকে লোভনীয় প্রস্তাব দিয়ে সেবা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। নতস্বরে বলেন - ভোট দিন বিজয়ী করুন সেবক হয়ে সেবা করবো। কি সুন্দর নীতিকথা। ভোট পেরুলেই গনেশ উল্টে দিয়ে ভোটে টাকা বেশি খরচ হয়েছে অজুহাতে সেবা বিক্রি করে সেবাকে পণ্যে পরিণত করে শোষক বনে যায়।

নির্বাচন  ব্যবসা সেবা  পণ্য। মানবতা আর সেবার দিকে নজর দিলে আমরা তাই দেখতে পাই । আমরা জানি নির্বাচন হলো সেবক বাছাই করার মাধ্যম।

জনগন কি দেখতে পাচ্ছে। স্বপ্ন চোখে ধু ধু মরুভূমি । সেবা হলো আজ জনগনের আশামনে ব্যাথার সঞ্চার । রোদ বৃষ্টিতে ভিঁজে ভোট প্রদান করে টাকা দিয়ে সেবা ক্রয় করে ফলে আশাহত মন। সেবা ফ্রি মিলে না। শোষিত হয়ে আশাহত মনের বাসনাকে দীর্ঘশ্বাসে পরিণত করে অভিশাপে। ভোটারেরা সেবক নামক শোষক থেকে মুক্তি পেতে  দিন গুনেন নতুন নির্বাচনের। কবে আসবে সেই কাঙ্খিত দিন। সেবক পরিবর্তনের স্বপ্ন লালন করেন প্রতিবাদে। যারা জনভোটে নির্বাচিত হয়ে সেবক সেজে নিজের ভাগ্য বদলে আবৃত তারা জনকল্যাণে ভাবে না। জনগনের দ্বার ধারে না। তারা কিভাবে নিজেকে সেবক রুপে পরিচয় বহন করে   বোধগম্য নয়। সেবক সেবা রুপক অর্থে একই ধারা।

সেবা ছাড়া সেবক হওয়া যায় না। সেবা বিক্রি করে শোষক বনে যাওয়া যায়। সেবা আছে কাগজে সেবা নেই জনকল্যাণে।

সেবক শোষক বনে জনগন কার খালুরে। বর্তমান সমাজে অস্হিরতা বিরাজমান।

সেবা দিয়ে সম্মানে ভূষিত হওয়া লোকসমাজে অনউপস্হিত।

সেবকেরা নিয়ম নীতির দ্বার ধারে না।

নয় ছয়ে সেবাকে বিলিয়ে দিয়ে ভালোমন্দের দন্ডে ঝুলে থাকে শোষক আর শোষিতের বিত্তে।

আহা সেবক আহা সেবা আহা মানবতা।

সেবা কি? সেবকের কাজ কি?

সেবা কার জন্য।

এই প্রশ্ন গুলো আজ প্রশ্নেই লিপিবদ্ধ।

উত্তর খুঁজলে সেবক এড়িয়ে যায় না হয় প্রতিরোধে তেড়ে আসে।

জনগন বোবা হয়ে অনিয়ম আর নির্যাতন মেনে নিয়ে চুপ থাকেন ভয়ে। সমাজে আজ জনকল্যাণ মূলক সুবিধাসমূহ বিনামূল্যে অসহায় দু:স্হ মানুষ পাচ্ছে না।

সেবা পণ্য হয়ে লেনদেনে ফেরি হয়। জনগনের ভাগ্য ভোগবিলাসে শোষক নামক সেবক লুটেপুটে খায়।

কে রাখে কার খবর।

জনগন বলির পাঠা।

জেলে কার্ড প্রতি পিজ বিক্রি হয়

২০০০/২৫০০ টাকায়।

ভিজিডি কার্ড বিক্রি হয় ৭০০০/৮০০০ টাকায়।

প্রতিবন্ধি কার্ড ও বিধবা কার্ড বিক্রি হয় ভিবিন্ন মূল্যে।

সেবা কার জন্য এমন হাজারো প্রশ্ন আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয়।

সেবা আছে নামে

সেবা নেই বিনামূল্যে।

সেবকের কাজ কি?

কেনইবা তিনি জনপ্রতিনিধি গরীবের এই প্রশ্ন অসুন্দর।

সেবক সেবাবিলাসী   হয়ে ভোটে প্রার্থী হয় জনগন সেবা প্রার্থী  হয়ে ভোট প্রদান করেন।

সেবক  নির্বাচিত হয়ে শোষক বনে যায় জনগন পিছনে পিছনে ঘুরে সেবার জন্য ঘুরে বেড়ায়।  জুতোর তলা ক্ষয় করে অবশেষে শূন্য হাতে ফিরে আসে। টাকা দিয়ে সেবা পায় আবার পায় না।বেঁচাকেনায় হাত বদল হয়। সেবার নামে এই হলো বর্তমান নীতিহীন সমাজ ব্যবস্হা আর সেবার লোমহর্ষক বর্ননাময় বাস্তবতার সংমিশ্রণ ময় সেবকের ইতিকথা।



এ পাতার আরও খবর

নানা আয়োজনে নববর্ষ বরণের প্রস্তুতি নানা আয়োজনে নববর্ষ বরণের প্রস্তুতি
রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত
পুতিনের বিরুদ্ধে সুরক্ষার জন্য যুক্তরাজ্যের পারমাণবিক প্রতিরোধকে জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন সুনাক পুতিনের বিরুদ্ধে সুরক্ষার জন্য যুক্তরাজ্যের পারমাণবিক প্রতিরোধকে জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন সুনাক
মস্কোর কনসার্ট হলে হামলায় আদালতে  তিনজন সন্দেহভাজন দোষী সাব্যস্ত মস্কোর কনসার্ট হলে হামলায় আদালতে তিনজন সন্দেহভাজন দোষী সাব্যস্ত
কনসার্ট হল গণহত্যার সন্দেহভাজনদের আদালতে হাজির, মৃতের সংখ্যা বাড়ছে কনসার্ট হল গণহত্যার সন্দেহভাজনদের আদালতে হাজির, মৃতের সংখ্যা বাড়ছে
গণতান্ত্রিক প্রক্রিয়ায় ‘চীনা হস্তক্ষেপ “নিয়ে নিষেধাজ্ঞার দিকে নজর দেবে যুক্তরাজ্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় ‘চীনা হস্তক্ষেপ “নিয়ে নিষেধাজ্ঞার দিকে নজর দেবে যুক্তরাজ্য
মস্কো হামলার পর ইসলামিক স্টেট নিয়ে যুক্তরাজ্যের ‘একেবারে’ উদ্বিগ্ন হওয়া উচিতঃ হান্ট মস্কো হামলার পর ইসলামিক স্টেট নিয়ে যুক্তরাজ্যের ‘একেবারে’ উদ্বিগ্ন হওয়া উচিতঃ হান্ট
ন্যাটোর মিত্র রাশিয়ার সঙ্গে ‘সরাসরি যুদ্ধ’ বাধাগ্রস্ত করার জন্য মর্মান্তিক সতর্কতা জারি করেছে ন্যাটোর মিত্র রাশিয়ার সঙ্গে ‘সরাসরি যুদ্ধ’ বাধাগ্রস্ত করার জন্য মর্মান্তিক সতর্কতা জারি করেছে
চীনের  গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা ব্যক্তিদের বিরুদ্ধে সোমবার নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রিটেন চীনের গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা ব্যক্তিদের বিরুদ্ধে সোমবার নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রিটেন
রমজানে হামলা সহিংসতায় ইন্ধন জোগাচ্ছে রমজানে হামলা সহিংসতায় ইন্ধন জোগাচ্ছে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)