বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | রাজনীতি » নির্বাচন নিয়ে ইইউ প্রতিনিধিদের কোনো অবজারভেশন নেই: পররাষ্ট্রমন্ত্রী
নির্বাচন নিয়ে ইইউ প্রতিনিধিদের কোনো অবজারভেশন নেই: পররাষ্ট্রমন্ত্রী
নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল কোনো অবজারভেশন দেয়নি, তারা সবকিছু শুনেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ বুধবার (২৭ ডিসেম্বর) রাতে সিলেটের বাসায় ইউরোপীয় ইউনিয়নের দুই সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।
ড. মোমেন বলেন, ‘প্রধানমন্ত্রী গত ১৫ বছরে দেশে অনেক নির্বাচন করেছেন, সবগুলোই সুন্দর হয়েছে। এর মধ্যে দুই- একটাতে অনিয়ম হয়েছে। ওইগুলো বাদও হয়ে গেছে। সেসব আমরা জানিয়েছি ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলকে।’
তিনি বলেন, ‘প্রতিদ্বন্দ্বী আছে কিনা জানতে চেয়েছে, আমরা বলেছি আমিসহ পাঁচজন এ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে। বিভিন্ন দলের হয়ে তারা নির্বাচন করছে। কোনো প্রতিদ্বন্দ্বীকে আমরা ছোট করে দেখি না। আমরা আমাদের প্রচারণা চালিয়ে যাচ্ছি।’
‘অনেক দেশ টানাপড়েন করে, কিন্তু আমরা একটা ব্যলান্স ফরেন পলিসি চাই’ উল্লেখ করে ড. মোমেন বলেন, ‘সেখানে আমাদের সমস্যা হয়। আমরা কারো লেজুড় হতে চাই না। অনেক বড় বড় দেশ আমাদের কাছে অনেক কিছু জোর করে বিক্রি করতে চায়। কিন্তু আমরা দেশের মঙ্গল হবে এমন জিনিস ক্রয় করি। সেজন্য তারা আমাদের ওপর কিছুটা অসন্তুষ্ট হয়। তখন তারা বিভিন্ন অজুহাত নিয়ে আসে।’
বর্তমান সরকারের সাফল্য প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী গত ১৫ বছরে সবার জন্য মঙ্গল করেছেন। এখন ব্যবসায়ীরা হরতাল, স্ট্রাইক না থাকায় সুন্দর ব্যবসা করছে। ছেলে-মেয়েরা সুন্দরভাবে স্কুলে যায়, বোমাবাজির আতঙ্ক নাই। গরিবদের অনেক ধরনের অনুদান দিয়েছে, যাতে তারা ডিসেন্ট লাইফ লিড করতে পারে। আমাদের একটাই লক্ষ্য, মূল্যস্ফীতি কমানো। এটা যুদ্ধের কারণে হয়েছে। আমরা একটা সময় খাদ্য ঘাটতির দেশ ছিলাম, কিন্তু এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমরা আইটি, ফার্মাসিউটিক্যাল সেক্টরেও ভালো করছি। এগুলো আমরা বড় করছি।’