শিলংয়ে অনুশীলনে বাংলাদেশের ফুটবল দল৷ ছবি: বাফুফে
ভারতের গিয়ে একের পর এক ঝামেলার মধ্যে পড়ছে বাংলাদেশ ফুটবল দল। এর প্রভাব বেশ ভালোভাবেই পড়ছে প্রস্তুতিতে৷ মানসিকভাবে অবশ্য খুব বেশি চাপ নিচ্ছেন না ফুটবলাররা। কিন্তু একটু তো বিরক্তি লাগছেই।
শিলংয়ে পা রেখে প্রথম দিন যে মাঠে অনুশীলন করেছিল বাংলাদেশ, সেই অসমতল ও উঁচু-নিচু মাঠে অনুশীলন না করাই ভালো ছিল। কোচ হাভিয়ের কাবরেরা সরাসরিই অসন্তোষ প্রকাশ করেন৷ দ্বিতীয় দিনে ঘাসের মাঠেই অনুশীলন করতে চেয়েছিল দল, কেননা জওহরলাল স্টেডিয়ামের মাঠটি সবুজ প্রাকৃতিক ঘাসেই মোড়ানো। কিন্তু এবারও কপালে জুটেনি তা। উল্টো টার্ফের মাঠেই সারতে হয় প্রস্তুতি।