
শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » জেলার খবর » রাজাপুরে ব্রীজের মালামাল চুরি: জড়িত সড়ক ও জনপথের রবিউল
রাজাপুরে ব্রীজের মালামাল চুরি: জড়িত সড়ক ও জনপথের রবিউল
বরিশাল অফিস : ঝালকাঠি জেলার রাজাপুরের রাজাপুর বাজার ব্রীজের মালামাল চুরি ।থানায় লিখিত অভিযোগ।জড়িত সড়ক ও জনপথ বিভাগের কার্যসহকারি রবিউল ইসলাম। চুরির বিষয়টি অস্বিকার করে রবিউল বললেন চুরি রোধে আমি মালামাল গুলো নিয়েছি।অথচ ব্রীজটি স্থানীয় সরকার মন্ত্রনালয়ের এলজিইডি বিভাগ নির্মান করছে। নির্মানাধীন ব্রীজের ঠিকাদারী প্রতিষ্ঠান মুনমুন কনস্ট্রাকশনের ম্যানেজার আরিফ হোসেন ৪ এপ্রিল রাজাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়,সড়ক ও জনপথ সাজ জোনের কার্য-সহকারি রবিউল ও কাঠালিয়ার পবিত্র মিস্ত্রী রাজাপুর বাজার ব্রীজের নির্মান কাজে ব্যবহৃত লোহার ভীম,পোস্ট,সিভি,ওয়াটার বার,হেড,স্ক্রুব ও এ্যাঙ্গেল ব্রীজের নীচ থেকে লোকজন নিয়ে তারা ৪ এপ্রিল দুপুর একটার সময় চুরি করে টমটমে নিয়ে যায়।
এ ব্যাপারে অভিযুক্ত রবিউল ইসলাম বলেন,আমি স্যারের নির্দেশে মালামাল নিয়ে গেছি।এখানে আমার দোষ কি।তিনি বলেন চুরি রোধে আমরা মালামাল নিয়েছি।ব্রীজ এলজিইডি বিভাগের আপনি সড়কের কিভাবে আপনি লিখিত আদেশে না নিজে ছুটির সময় কাউকে অবহিত ছাড়া নিলেন এ প্রশ্ন করলে তিনি কোন উত্তর প্রদান করেন নি।
এ ব্যাপারে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বলেন,বিষয়টি খোজ খবর নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।