সৌদি যুবরাজ ও ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি এক ফোনালাপে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। শুক্রবার (৪ এপ্রিল) এক প্রতিবেদনে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ খবর জানিয়েছে।
ফোনালাপে দুই নেতা একে অপরকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও শুভকামনা জানান। একই সঙ্গে তারা সাম্প্রতিক আঞ্চলিক উন্নয়ন ও পারস্পরিক উদ্বেগের বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেন।
ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইরান কোনো দেশের সঙ্গে যুদ্ধ চায় না, তবে প্রয়োজনে আত্মরক্ষায় কোনো দ্বিধা করবে না।
তিনি আরও বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান পারস্পরিক স্বার্থ ও সম্মানের ভিত্তিতে কিছু উত্তেজনা নিরসনে আলোচনার জন্য প্রস্তুত।
‘আমরা কোনো যুদ্ধ চাই না, তবে নিজেদের আত্মরক্ষায় আমরা দ্বিধাহীন এবং এ বিষয়ে আমাদের প্রস্তুতি ও সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে,’ যোগ করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান।
ফোনালাপে দুই নেতা মুসলিম দেশগুলোর ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন, যা আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি।
তারা ইসলামি দেশগুলোর—বিশেষত ফিলিস্তিন ও গাজায়—অত্যাচার ও অপরাধ প্রতিরোধে যৌথ সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ‘আমি বিশ্বাস করি ইসলামি দেশগুলো একযোগে কাজ করলে অঞ্চলটিতে নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব।’
যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরব ও ইরানের মধ্যে সহযোগিতা বৃদ্ধির আশা প্রকাশ করেন, যা আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তা ও উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি আনতে পারে।
তিনি মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের আহ্বানের জন্য ইরানের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান এবং সংকট প্রশমনে রিয়াদের সহায়তার প্রস্তুতির কথাও পুনর্ব্যক্ত করেন।