শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

Daily Pokkhokal
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » খেলাধুলা » বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাঘিনীদের নাটকীয় জয়
প্রথম পাতা » খেলাধুলা » বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাঘিনীদের নাটকীয় জয়
৮ বার পঠিত
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাঘিনীদের নাটকীয় জয়

---
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫,
লক্ষ্য ২৩৬ রানের। নারীদের ক্রিকেটে খুব ছোট লক্ষ্য নয়। তার মধ্যে আবার রান তাড়ায় একশর আগে (৯৪ রানে) ৫ উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ। ১৮৬ রানে ছিল না ৮ উইকেট।
স্বাভাবিকভাবেই হারের দিকে পাল্লা ভারী ছিল। কিন্তু হাল ছাড়লেন না রিতু মনি। ম্যাচ জেতানো হার না মানা ফিফটিতে বাংলাদেশকে নাটকীয় এক জয় এনে দিলেন তিনি।
লাহোরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে রুদ্ধশ্বাস এক লড়াইয়ে ১০ বল হাতে রেখে আয়ারল্যান্ডকে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। টানা দ্বিতীয় জয়ে পাকিস্তানকে পেছনে ফেলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে নিগার সুলতানা জ্যোতির দল।
রিতু মনি ৬১ বলে ৬ চার আর এক ছক্কায় অপরাজিত থাকেন ৬৭ রানে। ছক্কা মেরেই ম্যাচ শেষ করেন তিনি। এর আগে ফিফটি করেন অধিনায়ক নিগার সুলতানাও। তবে ৬৮ বলে ৫১ রান করে তিনি যখন সাজঘরে ফেরেন, ৯৪ রানে ৫ উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় ছিল বাংলাদেশ।
পরের দিকে রিতু মনির সঙ্গে গুরুত্বপূর্ণ ২৮ রান করেন ফাহিমা খাতুন। ২ রানে ২ উইকেট হারানোর পর তিন নম্বর ব্যাটার শারমিন আক্তার করেন ২৪ রান। তিনি আর নিগারই দলকে প্রাথমিক বিপদ থেকে বাঁচিয়েছিলেন।
এর আগে ৮ উইকেটে ২৩৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছিল আয়ারল্যান্ড।
গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড নারী দল। শুরুতেই দলীয় ৪ রানের মাথায় নাহিদা আক্তারের থ্রোতে সারা ফোর্বস রানআউট হলেও পরের ব্যাটাররা সবাই রান পেয়েছেন।
গ্যাবি লুইস ২৪, অ্যামি হান্টার ৩৩, ওরলা প্রিঙ্গারগেস্ট করেন ৪১ রান। হাফসেঞ্চুরি হাঁকান (৬৩) লরা ডেলানি। শেষদিকে আরলেনে কেলের ১৭ বলে অপরাজিত ২৪ রানে ভর করে ২৩৫ রানের সংগ্রহ দাঁড় করায় আইরিশরা।
বাংলাদেশের রাবেয়া খান ৩৯ রানে ৩টি, ফাহিমা খাতুন ৫০ রানে শিকার করেন ২টি উইকেট। একটি উইকেট পান জান্নাতুল ফেরদৌস।
আসরে দুই ম্যাচের দুটিতেই জিতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে নিগার সুলতানা জ্যোতির দল।



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)