রামপুরায় কফিশপের সামনে তরুণীকে মারধর, আটক ২
পক্ষকাল সংবাদ: ১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
রাজধানীর রামপুরা থানা এলাকায় একটি কফিশপের সামনে এক তরুণীকে মারধর করার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। সোমবার বিকাল চারটার দিকে তাদের আটক করা হয়েছে।
আটক দুজন হলেন-আপন কফিশপের ব্যবস্থাপক আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধর।
ওই ঘটনার প্রায় দেড় মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, আপন কফি হাউজের সামনে এক তরুণীর সঙ্গে প্রথমে খারাপ আচরণ করছেন ক্যাফের কর্মচারী। পরে লাঠি দিয়ে তাকে আঘাত করতে দেখা যায়।
রামপুরা থানার ওসি আতাউর রহমান আকন্দ বলেন, ‘১১ দিন আগে আপন কফিশপে এক তরুণী ঢোকার চেষ্টা করেন। তখন ক্ষিপ্ত হয়ে কফিশপটির ব্যবস্থাপক আলামিন তাকে লাঠি দিয়ে বেধড়ক পেটান। তখন তরুণী খোঁড়াতে খোঁড়াতে সেখান থেকে চলে যান। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তরুণীকে মারধর করার ভিডিও নজরে আসার সঙ্গে সঙ্গে আপন কফিশপে অভিযান চালিয়ে ব্যবস্থাপক আলামিন ও কর্মচারী শুভ সূত্রধরকে আটক করা হয়।’
তরুণীকে মারধরের বিষয়ে ওসি বলেন, ‘কফিশপের দুজন জিজ্ঞাসাবাদে দাবি করেছেন, ওই তরুণী কফিশপে ঢুকে উৎপাতমূলক কর্মকাণ্ড করতেন।’
মানব জমিন