শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১

Daily Pokkhokal
মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » হরিণাকুন্ডুর ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি
প্রথম পাতা » জেলার খবর » হরিণাকুন্ডুর ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি
৫৩৯ বার পঠিত
মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হরিণাকুন্ডুর ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি

---

ঝিনাইদহ প্রতিনিধি
:   ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভবানীপুর মাধ্যামিক বিদ্যালয়ে দুর্নীতিতে জর্জারিত হয়ে পড়েছে।  ভেঙ্গে পড়েছে শিক্ষা ব্যবস্থা। বিদ্যালয়ে শিক্ষক-সভাপতির খামখেয়ালীপনার কারনে আশানুরুপ ফলাফল করতে পাচ্ছে না বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বার বার দুর্নীতি মাধ্যমে শিক্ষক নেওয়ায় তারা ক্লাস ঠিকমত নিচ্ছে না । প্রতিদিন শিক্ষকরা যে যার মত হাজিরা খাতায় সই করে চলে যাচ্ছেন। স্কুল টাইমে  অধিকাংশ সময় শিক্ষকরা নিজেদের বাড়ি কাজ নিয়ে ব্যস্ত থাকেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ওহিদুল ইসলাম বার বার টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ দেওয়ার কারনে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ক্ষমতা তার নেই। তাদের এই অপর্কেমর বিরুদ্ধে সম্প্রতি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ হাফিজুর রহমান শিক্ষা মন্ত্রনালয়, শিক্ষা মন্ত্রী, যশোর শিক্ষা বোর্ড ও ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসের বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।  বর্তমানে ১১২জন শিক্ষার্থীদের কাছ থেকে এসএসসি পরীক্ষার ফরম পুরনের জন্য বোর্ড নির্ধারিত ১৩৪০ টাকা নেওয়ার নির্দেশ থাকলেও নেওয়া হয়েছে ২১শত থেকে ২৩শত টাকা পর্যন্ত। এখানে গরীব ও মেধাবী ছাত্রদের কাছ থেকে একই পরিমান ফি নেওয়া হয়েছে।
অভিযোগ ও অন্যান্য সুত্র থেকে জানা গেছে, ১৯৩৮ সালে ন্থাপিত হয় হরিণাকুন্ডু উপজেলার ঐতিহ্যবাহী ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়টি। বরাবরের মতো উপজেলার মধ্যে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভাল ফলাফল করলেও বর্তমানে প্রধান শিক্ষক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির দুর্নীতিসহ নানা অপকর্মের কারনে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। এ কারনে অনেক সচেতন অভিভাবক তাদের সন্তানদের ওই বিদ্যালয়ে ভর্তি করতে অনীহা প্রকাশ করছে।  গত ২০১৩ সালের ১১ ডিসেম্বর বিদ্যালয়টিতে ১২ জন শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। ওই নিয়োগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি যোগসাজস করে ১কোটি টাকার অর্থবানিজ্য করে অযোগ্য শিক্ষকদের নিয়োগ দেন। এরপর ২০১৪ সালের ৩০ অক্টোবর দুইজন শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া দেওয়া হয়। সেখানে দুই শিক্ষক নিয়োগে প্রায় ২০ লক্ষাধিক টাকা ঘুষ নিয়ে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে মানবিক শাখায় পলাশ নামে যে শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এসএসসি পরীক্ষায় ২বার ফেল করে এবং তার নিবন্ধন জাল। অর্থের বিনিময়ে এই অদক্ষ্য শিক্ষক নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে এলাকায় দু’টি গ্র“পে বিভক্ত হয়ে পড়েছে। তাছাড়া ম্যানেজিং কমিটির সদস্যদের না জানিয়ে শিক্ষক নিয়োগ দেওয়ায়  ঝিনাইদহ জজ কোর্টে মামলা করা হয়(যার মামলা নং-১৪০/১৪)। বিষয়টি ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসারকে অবহিত করার পর তিনি তাৎক্ষনিকভাবে হরিণাকুন্ডু জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রশিদকে জানান। পরে তিনি ব্যক্তিগত কাজের অজুহাত দেখিয়ে হরিণাকুন্ডু থেকে চলে যান। পরে ফিরে এসে উপজেলা শিক্ষা অফিসার  আব্দুর রশিদ  প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান তার বাসায় ডেকে নিয়ে নিয়োগ কার্য্য সম্পাদন করেন। এ বাবদে উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ ১ লক্ষ ৬৫ হাজার টাকা  গ্রহন করেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া একই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রতন ও কেরানী নারান ভুয়া বিল ভাউচারের মাধ্যমে স্কুল ফান্ডের টাকা তছরুপ করে থাকে। তাদের বিরুদ্ধে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পায় না।শুধু এসব কর্মকান্ড করেই ক্ষ্যন্ত থাকেনি  কোন নিয়ম না থাকলেও প্রতি মাসে ৬হাজার বিনিময়ে প্রধান শিক্ষক মিজানুর রহমান বিদ্যালয়টি কিন্ডার গার্টেন স্কুল হিসাবে ভাড়া দিয়েছেন। যার পরিচালনার দায়িত্বে রয়েছেন ওই বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক গমির উদ্দিন। শিশু শ্রেনি চালানো কারনে ছাত্র-ছাত্রীরা স্কুলে এসে বাইরে অপেক্ষা করতে হয়। ভুক্তভোগী মহল এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সার্বিক বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য যশোর শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রনালয়ের উধ্বর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এব্যাপারে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ওহিদুল ইসলাম ঘুষ বানিজ্যের বিষয়টি অস্বীকার করে বলেন মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান,ঘুষ নেওয়ার বিষয়টি আমার জানা নেই। ১১২ জন এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার ঘটনাটি স্বীকার করে প্রধান শিক্ষক বলেন শিক্ষার্থীদের টাকা আমি ফেরৎ নিয়ে দেব। মানবিক বিভাগের শিক্ষক পলাশ জানান,আমি এসএসসি পরীক্ষায় ফেল করেনি এবং আমার নিবন্ধন জাল নয়।
শিক্ষক নিয়োগের ঘুষ বানিজ্যের ঘটনা অস্বীকার করে হরিণাকুন্ডু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ বলেন কোন নিয়োগের বিরুদ্ধে মামলা হলে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যায় না। মানবিক বিভাগের শিক্ষক পলাশের নিবন্ধন জাল প্রমানিত হলে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা  নেওয়া হবে।



এ পাতার আরও খবর

নেত্রকোণায় আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে হত্যা নেত্রকোণায় আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে হত্যা
জামালপুরের সরিষাবাড়ী থানা হাজতে আসামির মৃত্যু জামালপুরের সরিষাবাড়ী থানা হাজতে আসামির মৃত্যু
মায়ের কবরের পাশে সমাহিত হলেন সিরাজুল আলম খান মায়ের কবরের পাশে সমাহিত হলেন সিরাজুল আলম খান
সিএমএসডি) কেন্দ্রীয় ঔষধাগারের পিয়ন সোহেল কোটি কোটি টাকা  ও পাঁচ তলা নির্মাণাধীন বাড়ির মালিক। সিএমএসডি) কেন্দ্রীয় ঔষধাগারের পিয়ন সোহেল কোটি কোটি টাকা ও পাঁচ তলা নির্মাণাধীন বাড়ির মালিক।
দ্রব্যমূল্যে আগুন জনগন বেসামাল দ্রব্যমূল্যে আগুন জনগন বেসামাল
কুমিল্লা দাউদকান্দিতে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লা দাউদকান্দিতে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান   দেশের শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলেন মোহাম্মদ আলি প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান দেশের শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলেন মোহাম্মদ আলি
সেনাবাহিনীর অর্থায়নে পানছড়িতে শিক্ষা সামগ্রী বিতরণ সেনাবাহিনীর অর্থায়নে পানছড়িতে শিক্ষা সামগ্রী বিতরণ
ভিক্ষুকের কোলে ৬ মাসের ছেলেকে রেখে পালিয়েছে নিষ্ঠুর মা! ভিক্ষুকের কোলে ৬ মাসের ছেলেকে রেখে পালিয়েছে নিষ্ঠুর মা!
লক্ষ্মীপুরে মেঘনা নদীতে দুই মাস  মাছ ধরা নিষেধ লক্ষ্মীপুরে মেঘনা নদীতে দুই মাস মাছ ধরা নিষেধ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)