মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » সুন্দরগঞ্জের ভাটিকাপাসিয়া বিদ্যালয়টি ১২ বছর পর চালু হয়েছে
সুন্দরগঞ্জের ভাটিকাপাসিয়া বিদ্যালয়টি ১২ বছর পর চালু হয়েছে
গাইবান্ধা সংবাদদাতা:
অবকাঠামো নির্মাণের পর সুন্দরগঞ্জ উপজেলার ভাটি কাপাসিয়া উচ্চ বিদ্যালয়টি প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে দীর্ঘ ১২ বছর পরিত্যক্ত থাকার পর সম্প্রতি চালু করা হয়েছে।
জানা গেছে, ব্রহ্মপুত্র নদ বেষ্টিত উপজেলার চরাঞ্চলে মানুষের মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নের জন্য গত ২০০৩ সালে বাংলাদেশ সরকার ও এশিয়া উন্নয়ন ব্যাংকের অর্থায়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন একটি বিশেষ প্রকল্পের আওতায় কাপাসিয়া ইউনিয়নের ভাটিকাপাসিয়ার চরাঞ্চলে ১ কোটি টাকা ব্যয়ে দ্বি-তল ভবন বিশিষ্ট বিদ্যালয়টি নির্মিত হয়। নির্মাণের পর থেকেই বিদ্যালয়ে স্থানীয় ম্যানেজিং কমিটি ও দাতা সদস্যদের সমন্বয়হীনতার কারণে দীর্ঘ ১২ বছরেও বিদ্যালয়টি চালু করা সম্ভব হয়নি। এতে করে বিদ্যালয়ের একাডেমিক ভবনের বিদ্যুৎ সরঞ্জামাদি, আসবাবপত্র, কম্পিউটার ও বিজ্ঞানাগারের যন্ত্রপাতিসহ প্রয়োজনীয় জিনিসপত্র খোয়া যায় এবং ভবনটি জ্বরাজীর্ণ হয়ে পড়ে। অবশেষে সকল জটিলতা নিরসন করে ২০১৫ শিক্ষাবর্ষে একাডেমিক কার্যক্রম চালু করার জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক এক প্রজ্ঞাপন জারি করা হয়। অবশেষে সে মোতাবেক বিদ্যালয়টি চালুর সিদ্ধান্ত গৃহীত হয়।
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাশেদুল হক প্রধান, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হাসান মন্ডল ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শাহজাহান মিঞার ঐকান্তিক প্রচেষ্টায় ১লা জানুয়ারি ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে শিক্ষা কার্যক্রম