টানা অবরোধ সর্বশান্ত সবজী চাষীরা
ফরিদপুর প্রতিনিধি :
টানা অবরোধের কবলে পড়ে সর্বশান্ত হচ্ছে ফরিদপুরের সবজী চাষীরা। অবরোধের কারণে স্থাণীয়ভাবে উৎপাদিত সবজী জেলার বাইরে নিয়মিতভাবে পাঠাতে না পারায় জমি থেকে তুলতে পারছেনা। এতে ক্ষেতেই নষ্ট হচ্ছে শীতের সবজী।এবছর জেলাজুড়ে ৩হাজার ৬শ ৬৮ হেক্টর জমিতে মীতকালীন সবজীর আবাদ করা হয়েছে। এর বড় অংশই আবাদ হয় জেলার সদরপুর উপজেলার শৈলডুবি এলাকায়। ওই এলাকায় বিপুল এলাকা জুড়ে সবজী আবাদ করায় সবজী গ্রাম নামে পরিচিত শৈলডুবি। এলাকায় সহ¯্রাধিক কৃষক এখন আবাদ করা সবজী নিয়ে বিপাকে পড়েছেন। অবরোধ আর হরতালের কারণে ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে পাইকারী ব্যবসায়ীরা আসতে পারছেননা। তাই পড়ে গেছে সবজীর মূল্য। এতে অনেকেই মূল্য না পাওয়ার শংকায় জমি থেকে শবজী তুলছেননা। ফলে জমিতেই নষ্ট হচ্ছে সবজী।সদরপুর এলাকার চাষীদের দাবী পর্যাপ্ত সংখ্যক পাইকারী ব্যবসায়ীরা স্থাণীয় বাজারে না আসায় সবজী বিক্রি করা সম্ভব হচ্ছেনা। তাই জমিতেই রাখতে হচ্ছে সবজী। তাদের মতে, হরতার অবরোধের ভোগান্তির কারণে জমিতে থাকা সবজী নষ্ট হচ্ছে কুয়াশায়। ফুল ফল পচে যাচ্ছে। আর সবজী বিক্রি করতে না পারায় জমিতে প্রয়োজনীয় ঔষধও দেয়া সম্ভব হচ্ছেনা।আর সে কারণেই পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে জেলার সবজী চাষীদের।