মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » » গুলশানের পথে কোকোর মরদেহ
গুলশানের পথে কোকোর মরদেহ
পক্ষকাল প্রতিবেদক: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মরদেহ আজ (মঙ্গলবার) মালয়েশিয়া থেকে ঢাকায় এসে পৌঁছেছে। দুপুর সোয়া ১২টার দিকে মরদেহ কোকোর মা খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের দিকে নেওয়া হচ্ছে।
এর আগে বাংলাদেশ সময় দুপুর পৌনে ১২টার দিকে কোকোর মরদেহবাহী মালয়েশিয়ান এয়ারলাইনসের বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইনসের প্যাসেঞ্জার সার্ভিস স্পেশালিস্ট মাহমুদুল হাসান হিমেল বলেন, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে কোকোর মরদেহ হস্তান্তর করা হয়েছে। মরদেহটি অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে।
মালয়েশিয়ান এয়ারলাইনসের এই কর্মকর্তা আরও বলেন, একই বিমানে ঢাকায় এসেছেন কোকোর স্ত্রী, দুই মেয়ে, মামা শামীম ইস্কান্দার ও খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলী।
মরদেহবাহী বিমানটি বাংলাদেশ সময় সকাল আটটার দিকে মালয়েশিয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়।
কোকোর মরদেহ বহনে বেলা ১১টার দিকে আলিফ মেডিকেল সার্ভিসের একটি অ্যাম্বুলেন্স বিমানবন্দরের ৮ নম্বর হ্যাঙ্গার গেটে ঢোকে। এই অ্যাম্বুলেন্সে করেই তার মরদেহ গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে নেওয়া হচ্ছে।