বনানী কবরস্থানে কবর খোঁড়া চলছে
পক্ষকাল প্রতিবেদক: সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর লাশ বনানী কবরস্থানে দাফনের জন্য মঙ্গলবার দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে কবর খোঁড়া শুরু হয়েছে।
এর আগে দুপুর ১টা ২৫ মিনিটের দিকে সরেজমিন বনানী কবরস্থানে উপস্থিত হয়ে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) উত্তরের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক কবর খোঁড়ার নির্দেশ দেন। নির্দেশপ্রাপ্ত কবরস্থানের তত্ত্বাবধায়ক এনামুল হক জানিয়েছেন, কবর খুঁড়তে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগবে। এ সময় ঢাকা উত্তরের ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার আব্দুল আলিম নকি উপস্থিত ছিলেন।
এদিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে দৈনিক পক্ষকালকে বলেন, একজন সাবেক সেনাপ্রধানের সন্তান হিসেবে অধিকার থাকার পরও শুধু রাজনৈতিক কারণে কোকোর লাশ বনানী সামরিক কবরস্থানে দাফন করতে দেওয়া হচ্ছে না। তাই বনানী কবরস্থানে লাশ দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় কোকোর লাশ দেশে পৌঁছে। লাশ গুলশান কার্যালয়ে নেওয়ার পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নেওয়া হবে। জানাজা শেষে সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কিছুক্ষণ রাখা হবে।
বিএনপি চেয়ারপারসনের ছোট ছেলে আরাফাত রহমান কোকো গত শনিবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে মালয়েশিয়ায় হার্ট এ্যাটাকে মারা যান।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতীয় মসজিদ নাগারায় রবিবার দুপুরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।