বুধবার, ২৮ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ‘দগ্ধদের ১০ হাজার টাকা অর্থ সহায়তা দিবে বিজিবি’
‘দগ্ধদের ১০ হাজার টাকা অর্থ সহায়তা দিবে বিজিবি’
পক্ষকাল প্রতিবেদক: পেট্রলবোমায় দগ্ধদের প্রতি আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বিজিবি। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৪৭ জনকে ১০ হাজার টাকা করে দেয়া হচ্ছে।
বুধবার সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।
মহাপরিচালক বলেন, ‘দেশের অসহনীয় পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বিজিবি। আগেও বলেছি আমরা সাধারণ মানুষের পাশে আছি। থাকব।’
এর আগে রাজধানীর পিলখানায় এক বক্তৃতায় বিজিবি মহাপরিচালক পেট্রোলবোমা নিক্ষেপকারীদের হুশিয়ার করে বলেন, ‘বিজিবি মানুষ হত্যা করতে চায় না। সে ধরনের নির্দেশও বিজিবির ওপর নেই। তবে মানুষ হত্যা করতে দেখলে এবং নিজে আক্রান্ত হলে জীবন বাঁচানোর তাগিদে যে কোনো আক্রমণ প্রতিহত করবে। আক্রান্ত হলে সে নিজের অস্ত্র ব্যবহার করতে পারবে, এটা তার অধিকার। মনে রাখতে হবে, বিজিবির হাতে থাকা সব অস্ত্রই প্রাণঘাতী।’