বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » চিরিরবন্দরে ২০ দলীয় জোট-যৌথবাহিনী ধাওয়া পাল্টাধাওয়া
চিরিরবন্দরে ২০ দলীয় জোট-যৌথবাহিনী ধাওয়া পাল্টাধাওয়া
চিরিরবন্দর প্রতিনিধি :
দিনাজপুরের রাণীরবন্দরে ২০ দলীয় জোটের নেতা-কর্মী ও যৌথবাহিনী ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ৭ জনকে আটক করার খবর পাওয়া গেছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত অনুমান পনে ১১টায় যৌথবাহিনী ২০ দলীয় জোটের ৪ জন কর্মীকে আটক করে। আটকের ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে সমর্থনকারীরা যৌথবাহিনীকে ঘিরে ফেলে সমর্থনকারীরা ককটেল বিস্ফোরণ ঘটায় এবং চিৎকার করে। এ সময় যৌথবাহিনী আতœরক্ষার্থে ১০ রাউন্ড ফাঁকাগুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে ছত্রভঙ্গের চেষ্টা চালায়। ধৃতরা হলেন রায়হান (২৫), শফি (৩২), সেরাজুল (৩৭) ও মোফাজ্জল (৪৫)। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত অতিরিক্ত পুলিশ মোতায়ন ছিল। অপরদিকে ওই দিন বিকেলে উপজেলার ভূষিরবন্দর থেকে খানসামা উপজেলার ভাবকি ইউনিয়নের জামায়াতের সভাপতি আব্দুল জলিল (৫৫) ও অপর ২ জনকে আটক করে।