বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » » রাজধানীসহ ১৫ জেলায় হরতাল চলছে
রাজধানীসহ ১৫ জেলায় হরতাল চলছে
পক্ষকাল্ প্রতিবেদক: আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ২৪ ঘণ্টার এ হরতাল শুরু হচ্ছে। বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন এ কথা জানান।ঢাকার বাকি আট জেলা হলো_ গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল ও ময়মনসিংহ। এদিকে, সিলেটে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের জন্য ২০ দলীয় জোটের ডাকা হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।রাজধানীসহ ১৫ জেলায় আজ হরতালবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রিমান্ডে নেওয়া এবংনেতাকর্মীদের বিরুদ্ধে ‘দমন-পীড়নের’ প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়। এর মধ্যে ঢাকা মহানগরীতে আজ ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার হরতাল পালন করবে ২০ দল।
নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবিতে চলমান অবরোধের মধ্যে বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে হরতাল হচ্ছে। এর আগে পৃথকভাবে কেন্দ্রীয় ঘোষণায় ঢাকা ও খুলনা জেলায় ৪৮ ঘণ্টা ও সারাদেশে ৩৬ ঘণ্টার হরতাল পালন করে ২০ দল।