রায়পুরে শিবিরকর্মীর ১বছর কারাদন্ড
লক্ষীপুর প্রতিনিধি: লক্ষীপুর জেলার রায়পুরে মো. নাজিম উদ্দিন (২৫) নামে এক শিবিরকর্মীকে এক বছরের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর সোয়া একটার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলম এ রায় প্রাদন করেন। আটক নাজিম উপজেলার পৌরসভার মধুপুর গ্রামের সফিকুল ইসলামের পুত্র।
পুলিশ জানায়, সোমবার সকাল ৯টার দিকে লক্ষীপুর-রায়পুর সড়কের মৎস্য প্রজনন কেন্দ্রের গেটের সামনে শিবিরকর্মীরা পিকেটিং করে। এ সময় তারা কয়েকটি সিএনজি চালিত অটোরিক্সা ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নাজিম উদ্দিনকে আটক করে। তাকে আটক করতে গিয়ে রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) ময়নাল হোসেন পায়ে আঘাত পান। দুপুরে আটক নাজিমকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত তার এক বছরের স্বশ্রম কারাদন্ডের রায় দেন।
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলম দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গাড়ি ভাঙচুরের জন্য তাকে এক বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে।