শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১

Daily Pokkhokal
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » কুমিল্লায় বাসে পেট্রোল বোমায় নিহত ৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » কুমিল্লায় বাসে পেট্রোল বোমায় নিহত ৭
৩৪২ বার পঠিত
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুমিল্লায় বাসে পেট্রোল বোমায় নিহত ৭

---কুমিল্লা প্রতিনিধি: বিএনপি জোটের অবরোধ-হরতালের মধ্যে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বাসে পেট্রোল বোমা ছুড়ে সাতজনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা।

মঙ্গলবার ভোররাতে উপজেলার জগমোহনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনায় আরো অন্তত ২৫ জন আহত হয়েছেন, যাদের ১০ জনই দগ্ধ হয়েছেন।

কুমিল্লা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মনির হোসেন জানান, কক্সবাজার থেকে ঢাকামুখী ‘আইকন পরিবহন’র একটি বাস ভোররাত সাড়ে ৩টার দিকে জগমোহনপুর এলাকায় পৌঁছালে তাতে পেট্রোল বোমা ছুড়ে মারে অবরোধ সমর্থকরা। এতে বাসটিতে আগুন ধরে ঘটনাস্থলেই সাত জন পুড়ে মারা যায়।কুমিল্লা ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে কয়েকজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।\

দগ্ধ ১০ জনকে পরে ঢাকায় পাঠানো হয় বলে কুমিল্লা মেডিকেলের পরিচালক হাবিব আব্দুল্লাহ সোহেল জানিয়েছেন।

নিহতদের ছয়জনের পরিচয় জানা গেছে।

তারা হলেন- যশোর শহরের সেন্ট্রাল রোডের বাসিন্দা জাসদ কর্মী নুরুজ্জামান পবলু (৪৮) ও তার মেয়ে নাইমা তাসনিন মাইশা (১৫),কক্সবাজারের চকোরিয়ার ইউসুফ (৫৫) ও তাহের (৩৮), নরসিংদীর আসমা বেগম (৩৮) ও তার ৫ বছরের মেয়ে শান্ত।

চৌদ্দগ্রাম থানার ওসি উত্তম কুমার চক্রবর্তী তাদের পরিচয় নিশ্চিত করেছেন।

নিহত মাইশা যশোর পুলিশ লাইনস স্কুলের দশম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় তার মা মাহরুহা মিতাও আহত হয়েছেন।

মিতার বরাত দিয়ে চৌদ্দগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবময় দেওয়ান জানান, পবলু ঠিকাদার ছিলেন। ব্যবসায়িক কাজে কক্সবাজার যাওয়ার সময় সাগর দেখাতে স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে যান তিনি।

আহত যাদের ঢাকায় পাঠানো হয়েছে তাদের মধ্যে নয় জনের পরিচয় জানা গেছে।

তারা হলেন- বাসচালক দুলাল (৪৫), যাত্রী মানিকগঞ্জের ফারুক আহমেদ (২৩), শরিফুল (১৯), আলী হোসেন (২০), নারায়ণগঞ্জের জিলকদ (২২), শফিকুল ইসলাম (২২), কক্সবাজারের রাশেদুল বাদশা (৪২), হামিদ (৩৪) ও ফরিদপুরের আরিফ (১৮)।

এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে কুমিল্লা মেডিকেলের ডা. হাবিব জানান।

এছাড়া কুমিল্লা মেডিকেল ও চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরো অন্তত ১৫ জন চিকিৎসা নিচ্ছেন।

এরা হলেন- কক্সবাজারের চকোরিয়ার মৃত আব্দুল নূরীর ছেলে জমির উদ্দিন, পাহাড়চান্দা গ্রামের সালেহ আহমেদের ছেলে হানিফ, বানিয়াছড়া গ্রামের মৃত আব্দুন নবীর ছেলে জমিরউদ্দিন, টেকনাফ এলাকার নুরুল আলমের ছেলে মোহাম্মদ, নারায়ণগঞ্জের ওলুপাড়া কাত্তাহকান্দার গ্রামের আফাজ উদ্দিনের ছেলে বাবু, একই এলাকার মো. আকরাম হোসেন মিয়ার ছেলে মো. আমির হামজা, মাইনউদ্দিন, আব্দুল লতিফের ছেলে মো. ঈমান আলী, আব্দুল গওহরের ছেলে গোলাপ হোসেন, জামালপুরের কমলনগর গ্রামের ইউনুছ মোল্লার ছেলে শরীফ, আব্দুস সালামের ছেলে ফারুক আহমেদ, হাতিগাড়া উপজেলার গকুল নগর গ্রামের আকবর আলীর ছেলে আজিজ, যশোরের মাহরুহা বেগম, কালিরবাজার এলাকার আলমগীরের ছেলে রাহুল, নরসিংদী জেলার পলাশ এলাকার জসিম উদ্দিন মানিকের ছেলে মুন্না।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৫ জানুয়ারি ঢাকায় সমাবেশ করতে না পেরে সারাদেশে লাগাতার অবরোধের ডাক দেন। এর ফাঁকে ফাঁকে হরতালের ঘোষণা আসছে বিএনপি-জামায়াত জোটের পক্ষ থেকে।

সর্বশেষ রোববার ভোর থেকে সারা দেশে ৭২ ঘণ্টার হরতাল করছে তারা।

হরতাল-অবরোধে গাড়িতে আগুনে এবং পেট্রোল বোমায় দগ্ধ হয়ে নিহতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে। এছাড়া আগুনে পুড়ে ও বোমায় দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শতাধিক মানুষ, যাদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।



এ পাতার আরও খবর

নানা আয়োজনে নববর্ষ বরণের প্রস্তুতি নানা আয়োজনে নববর্ষ বরণের প্রস্তুতি
রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত
পুতিনের বিরুদ্ধে সুরক্ষার জন্য যুক্তরাজ্যের পারমাণবিক প্রতিরোধকে জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন সুনাক পুতিনের বিরুদ্ধে সুরক্ষার জন্য যুক্তরাজ্যের পারমাণবিক প্রতিরোধকে জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন সুনাক
মস্কোর কনসার্ট হলে হামলায় আদালতে  তিনজন সন্দেহভাজন দোষী সাব্যস্ত মস্কোর কনসার্ট হলে হামলায় আদালতে তিনজন সন্দেহভাজন দোষী সাব্যস্ত
কনসার্ট হল গণহত্যার সন্দেহভাজনদের আদালতে হাজির, মৃতের সংখ্যা বাড়ছে কনসার্ট হল গণহত্যার সন্দেহভাজনদের আদালতে হাজির, মৃতের সংখ্যা বাড়ছে
গণতান্ত্রিক প্রক্রিয়ায় ‘চীনা হস্তক্ষেপ “নিয়ে নিষেধাজ্ঞার দিকে নজর দেবে যুক্তরাজ্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় ‘চীনা হস্তক্ষেপ “নিয়ে নিষেধাজ্ঞার দিকে নজর দেবে যুক্তরাজ্য
মস্কো হামলার পর ইসলামিক স্টেট নিয়ে যুক্তরাজ্যের ‘একেবারে’ উদ্বিগ্ন হওয়া উচিতঃ হান্ট মস্কো হামলার পর ইসলামিক স্টেট নিয়ে যুক্তরাজ্যের ‘একেবারে’ উদ্বিগ্ন হওয়া উচিতঃ হান্ট
ন্যাটোর মিত্র রাশিয়ার সঙ্গে ‘সরাসরি যুদ্ধ’ বাধাগ্রস্ত করার জন্য মর্মান্তিক সতর্কতা জারি করেছে ন্যাটোর মিত্র রাশিয়ার সঙ্গে ‘সরাসরি যুদ্ধ’ বাধাগ্রস্ত করার জন্য মর্মান্তিক সতর্কতা জারি করেছে
চীনের  গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা ব্যক্তিদের বিরুদ্ধে সোমবার নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রিটেন চীনের গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা ব্যক্তিদের বিরুদ্ধে সোমবার নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রিটেন
রমজানে হামলা সহিংসতায় ইন্ধন জোগাচ্ছে রমজানে হামলা সহিংসতায় ইন্ধন জোগাচ্ছে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)