বুধবার, ২৪ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » শেয়ারবাজার » তালিকাচ্যুত হচ্ছে আইসিবি এএমসিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড
তালিকাচ্যুত হচ্ছে আইসিবি এএমসিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড
পক্ষকাল ডেস্ক: পুঁজিবাজার থেকে তালিকাচ্যুত হচ্ছে আইসিবি এএমসিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড। আগামী ২৯ ডিসেম্বর থেকে পুঁজিবাজারে এ ফান্ডের ইউনিট লেনদেন হবে না। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আইসিবি এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি পরিচালিত এ ফান্ডের ট্রাস্টির পক্ষ থেকে জানানো হয়েছে, ফান্ডটির মেয়াদ আগামী ২৮ ডিসেম্বর ১০ বছর পূর্ণ হবে। এ পরিস্থিতিতে ফান্ডটির মেয়াদ বাড়ানো হবে কিনা, সে ব্যাপারে ইউনিটহোল্ডারদের সম্মতি নেওয়া হয়েছে। এক-তৃতীয়াংশ ইউনিটহোল্ডারের মতামত অনুযায়ী ফান্ডটিকে পুঁজিবাজার থেকে তালিকাচ্যুত করা হবে। এখন থেকে পুঁজিবাজারের বাইরে এ ফান্ডের ইউনিট লেনদেন হবে।
সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা-২০০১ এর রুলস ৫০(গ) অনুযায়ী বিশেষ সভায় এক-তৃতীয়াংশ বিনিয়োগকারী সম্মতি দেওয়ায় আইসিবি এএমসিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডকে বে-মেয়াদী করা হবে।
তবে যে সব বিনিয়োগকারী ফান্ডটিকে মেয়াদহীন করার বিপক্ষে মতামত দিয়েছেন, তাদের বিনিয়োগকৃত অর্থ ফেরত দেওয়া হবে। এ বিষয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন নেওয়া হবে বলে ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ বিষয়ে আগামী ৬ জানুয়ারি বিকেল ৩টায় হোটেল ৭১-এ বিশেষ সভা আহ্বান করা হয়েছে।
সভায় দুটি এজেন্ডা নিয়ে আলোচনা করা হবে। এগুলো হলো- মেয়াদী থেকে ফান্ডটিকে বে-মেয়াদী করা হবে কি না এবং ফান্ডের সম্পদ মূল্যায়ন করতে নিরীক্ষক নিয়োগ দেওয়া হবে কি না। এ জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে আগামী ২৮ ডিসেম্বর।