বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » রাণীরবন্দরের আইন শৃংখলা উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হতে হবেঃ প্রশাসক
রাণীরবন্দরের আইন শৃংখলা উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হতে হবেঃ প্রশাসক
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের গ্রামীণ শহর রাণীরবন্দরের সার্বিক আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়নে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। গতকাল বুধবার প্রধান অতিথি জেলা প্রশাসক, আহমদ শামীম আল রাজী রাণীরবন্দর এলাকার আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়নে উপরোক্ত বক্তব্য প্রদান করেন। চিরিরবন্দর থানা প্রশাসনের আয়োজনে দিনাজপুরের গ্রামীণ শহর রাণীরবন্দর সেকেন্দার ফিলিং ষ্টেশন মাঠ চত্ত্বরে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মোঃ রুহুল আমিন বলেন, আইন শৃংখলা বাহিনীর অভিযানে যারা নিরপরাধ আমরা তাদের ব্যাপারে তদন্ত সাপেক্ষে মুক্তি দেয়ার ব্যবস্থা করব। প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, যারা প্রকৃত অপরাধী তাদেরকে চিহ্নিত করে ধরে দিতে তথা আইন শৃংখলা বাহিনীকে সহায়তা করার জন্য এলাকাবাসীর প্রতি উদ্ধাত্ত আহবান জানান। সমাবেশে চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান রাণীরবন্দর এলাকায় নাশকতা দুরিকরনে সকলকে সচেতন ও সজাগ থেকে রাণীরবন্দর এলাকার পূর্বের ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং ব্যবসায়ীদেরকে দোকান পাঠ খুলে পূর্বের ন্যায় যার যে ব্যবসা খুলে দুবৃত্তদের প্রতিরোধ ও নাশকতা মোকাবেলার আহব্বান জানান। প্রধান অতিথি ঐতিহ্যবাহী রাণীরবন্দরের পূর্বের সুনাম উল্লেখ করে নাশকতা, অগ্নিসংযোগের মত অপরাধ কমকান্ড রোধে সকলকে ঐক্যবদ্ধ হতে পরামর্শ প্রদান করেন এবং অপরাধীদের চিহ্নিত করে প্রশাসনকে সহায়তা দেয়ার আহব্বান জানান। তিনি আরো বলেন, অপরাধী নাশকতাকারীদের কখনো ছাড় দেয়া হবে না। সুধী সমাবেশে এলাকাবাসীদের পক্ষে বক্তব্য দেন তোফাজ্জল হোসেন বেগ, ওবায়দুর রহমান, মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী ও প্রবীণ সাংবাদিক এম.এ কারী প্রমূখ। সভাপতিত্ব করেন চিরিরবন্দর থানা অফিসার ইনচাজ মোঃ আনিছুর রহমান।