বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » রামগতিতে ভূমি প্রশাসন দুর্নীতিমুক্ত অবহিতকরণ সভা
রামগতিতে ভূমি প্রশাসন দুর্নীতিমুক্ত অবহিতকরণ সভা
রুবেল হোসন, লক্ষীপুর প্রতিনিধি : লক্ষীপুরের রামগতিতে উপজেলা ভূমি প্রশাসনের স্বচ্ছ জবাবদিহি মূলক জনসেবা ও সম্পূর্ণ দুর্নীতিমুক্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভূমি অফিস প্রাঙ্গণে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম পাঠান এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষীপুর জেলা প্রশাসক এ.কে.এম টিপু সুলতান।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রবিন্দ্র চাকমা, আলেকজান্ডার ইউপি চেয়ারম্যান এ.কে.এম আহাম্মদ উল্যা মজনু, জেলা আওয়ামীলীগ তথ্য ও গবেষণা সম্পাদক মেজবাহ্ উদ্দিন মেজু, বড়খেরী ইউপি চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাসান মাহমুদ ফেরদৌস, মহিলা ভাইস চেয়ারম্যান মীর মর্জিনা বেগম, ভাইস চেয়ারম্যান আহাম্মদ উল্যাহ সেলিম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ গোলাম মাওলা চৌধুরী, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদ। সভায় সকলে মিলে দুর্নীতিমুক্ত ভূমি প্রশাসন গড়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
এদিকে লক্ষীপুরে মো. রতন (২৮) নামে এক সন্ত্রাসীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে চন্দ্রগঞ্জ ইউনিয়নের ভৈরবনগর গ্রামের একটি ধানক্ষেত তার লাশ উদ্ধার করে লক্ষীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহত রতন জেলার সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের আবদুল খালেকের ছেলে এবং শীর্ষ সন্ত্রাসী নাছির বাহিনীর সদস্য। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
চন্দ্রগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মো. ওহিদুজ্জামান জানান, চন্দ্রগঞ্জের ভৈরবনগরের একটি ধানক্ষেতে রতনের অর্ধগলিত লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে লক্ষীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। ধারনা করা হচ্ছে ৮ থেকে ১০ দিন আগে তাকে হত্যা করা হয়েছে। তার মুখে গামছা ঢুকানো রয়েছে।
নিহতের মা রাহিমা বেগম হাসপাতালে সাংবাদিকদের জানায়, আমার ছেলে চন্দ্রগঞ্জ বাজারের একটি ওর্য়াকসপে কাজ করে। প্রতি দিনের মতো গত ২৬জানুয়ারি রতন সকালে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর থেকে তার মোবাইল ফোন বন্ধ এবং অনেক খোঁজাখুজির পরও তাকে পাওয়া যায়নি। আজ সকালে লোকমার পতে জানতে পারিলাম আমার ছেলের মৃতদেহ একই ইউনিয়নের ভৈরবনগর গ্রামের একটি ধানক্ষেত দেখতে পেয়ে আমাকে খবর দেয়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ডাকাত রতন লক্ষীপুরের পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নাছির বাহিনীর সদস্য। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্র আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে।