শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » কুমিল্লায় চলছে সকাল-সন্ধ্যা হরতাল
কুমিল্লায় চলছে সকাল-সন্ধ্যা হরতাল
শাহাদাৎ হোসেন সাকু , কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় জেলা বিএনপির ডাকা শনিবারের (৭ ফেব্রুয়ারি) সকাল-সন্ধ্যা হরতাল চলছে ।
হরতালে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে বাস না চললেও রিকশা, সিএনজি চালিত রিকশাসহ বিভিন্ন হালকা যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে দু’টি মামলা করার প্রতিবাদে শুক্রবার রাতে এ হরতাল ঘোষণা করে জেলা বিএনপি।
জেলা দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন।