গোবিন্দগঞ্জে জাসদের মানববন্ধন অনুষ্ঠিত
গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু) গোবিন্দগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে অবরোধের নামে দেশব্যাপী বোমাবাজী ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসাবে ¯’ানীয় ঢাকা-রংপুর মহাসড়কের চতুরঙ্গ মোড়ে শনিবার বিকালে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানবন্ধনে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান বাবলু, জাসদ উপজেলা শাখার সভাপতি সেকেন্দার আলী, সাধারন সম্পাদক আব্দুল মাবুদ লিটন, ছাত্রলীগ নেতা সরদার আলকাস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, জাসদ নেতা লক্ষী চ্যটার্জী, সহিদুল ইসলাম, আকবার আলী,আব্দুস সামাদ, বিপ্লব, রেজয়ান প্রমুখ। বক্তারা অবিলম্বে নাশকতা বন্ধের দাবী জানান।