মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » লক্ষীপুরের রামগতিতে ছাত্র শিবিরের সভাপতি গ্রেফতার
লক্ষীপুরের রামগতিতে ছাত্র শিবিরের সভাপতি গ্রেফতার
রুবেল হোসেন, লক্ষীপুর প্রতিনিধি : লক্ষীপুরের রামগতি উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো. উসমান গণিকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামগতির আলেকজান্ডার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আলেকজান্ডার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সিএনজি চালিত অটোরিকশায় অগ্নিসংযোগসহ থানায় একাধিক মামলা রয়েছে।