মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » জেলার খবর | সম্পাদক বলছি » কাপাসিয়া উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত
কাপাসিয়া উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত
এস এম লবিব কাপাসিয়া থেকে:গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদের সাধারণ সভা ৭ ফেব্রুয়ারি সকালে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি।
কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা’র সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউর রহমান লস্কর মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান সামসুন নাহার ডেইজী, কাপাসিয়া থানা অফিসার ইনচার্জ আহসান উল্লাহ,
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার গোলাম কিবরিয়া, কৃষি অফিসার আশীষ কুমার কর, প্রানী সম্পদ কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ হাফিজ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জাকির হোসেন, যুব উন্নয়ন অফিসার শামীমা আক্তার, মহিলা বিষয়ক কর্মকতা নাসরিন আক্তার, সিংহশ্রী ইউপি চেয়ারম্যান মানসুর ভূঁইয়া, রায়েদ ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, টোক ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল, বারিষাব ইউপি চেয়ারম্যান আতাউজ্জামান বাবলু, ঘাগটিয়া ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, সন্মানিয়া ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন বিএসসি, কড়িহাতা ইউপি চেয়ারম্যান মাহ্বুবুল আলম মোড়ল, তঁরগাও ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, কাপাসিয়া সদর ইউপি চেয়ারম্যান আজগর হোসেন খান, দূর্গাপুর ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী প্রমুখ।