বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » » ৮৫ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে : প্রধানমন্ত্রী
৮৫ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে : প্রধানমন্ত্রী
পক্ষকাল প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশের মাটিতে বাংলাদেশের ৮৫ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি
হয়েছে। বাংলাদেশের মানুষের আয় বেড়েছে। সেইসঙ্গে জীবনযাত্রার মান উন্নত হয়েছে। মানুষ
স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারছে।বৃহ¯পতিবার সকাল ১১টায় গাজীপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৫তম জাতীয় সমাবেশ উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
এ সময় ২০ দলীয় জোটের নেতাকর্মীদের উদ্দেশে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যারা জঙ্গিবাদ
সৃষ্টি করে তার দেশের শত্রু। তাদের প্রতিহত করতে হবে।আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্দেশে প্রধানমন্তী বলেন, নারীর ক্ষমতায়নে আনসার-ভিডিপি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।এর আগে বৃহ¯পতিবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে যোগ দিতে কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে পৌঁছান প্রধানমন্ত্রী।
এ সময় সমাবেশের প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন তিনি। সামবেশে
দক্ষতা এবং কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ৯৭ জন আনসার-ভিডিপি সদস্যকে পুরস্কৃত করেন
প্রদানমন্ত্রী।
আনসার ভিডিপির গাজীপুর জেলা কম্যান্ডেন্ট মো. আলমগীর হোসেন জানান, প্রধানমন্ত্রীর আগমন
উপলক্ষে আনসার ভিডিপি এলাকা বর্নিলসাজে সাজানো হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।