‘ছাত্র-শ্রমিক সংহতি দিবস’ পালন
পক্ষকাল প্রতিবেদক :
স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের বীর শহীদ শাহজাহান সিরাজের ৩০ তম মৃত্যূ বার্ষিকীতে শহীদ শাহজাহান সিরাজ সংসদের উদ্যোগে আজ ২২ ডিসেম্বর বিকাল ৫টায় ৩৫-৩৬ বঙ্গবন্ধু এভিনিউ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠীত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ(জাসদ) এর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও শহীদ শাহজাহান সিরাজ সংসদের সভাপতি আজিজুর রহমান সিদ্দিকী আরিফ।শুরুতেই শহীদ শাহজাহান সিরাজের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, শ্রমিক-কর্মচারি ঐক্য পরিষদ, বাংলাদেশ ছাত্রলীগ(জাসদ), শহীদ শাহজাহান সিরাজ সংসদ, জাতীয় যুবজোট ১৯৮৪ সালের ২২-২৩ ডিসেম্বর ৫ দফা দাবীতে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ(স্কপ) আহুত ও ১৫ দল, ৭ দল ও ছাত্র সংগ্রাম পরিষদ সমর্থিত ৪৮ ঘন্টা ধর্মঘট সফল করতে গিয়ে ধর্মঘটের প্রথম দিন ২২ ডিসেম্বর সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় রেল স্টেশন চত্বরে বাংলাদেশ ছাত্রলীগ(জাসদ) রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সেই সময়ের বিপ্লবী সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ স্বৈরাচার এরশাদের লেলিয়ে দেয়া পেটোয়া বিডিআর বাহিনীর লক্ষ্যভেদী গুলিতে শহীদ হন। পত্রিকা বিলি করার সময় হকার আব্দুল আজিজও সোহরাওয়ার্দি হল চত্বরে বিডিআর এর গুলিতে মারা যান। ২২ ডিসেম্বর ‘ছাত্র-শ্রমিক সংহতি দিবস’ ঘোষনা করে।