শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » » শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ফোন
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ফোন
পক্ষকাল প্রতিবেদক ঃশেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ফোন শীর্ষ নিউজ ডেস্ক, ঢাকা: শেখ হাসিনাকে ফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ভারতীয় প্রধানমন্ত্রীর টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
নরেন্দ্র মোদি তার বার্তায় জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথনে তিনি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলের সাফল্য কামনা করেছেন। একই সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীও বিশ্বকাপে ভারতীয় দলের সাফল্য কামনা করেছেন।
এদিকে বেলা সোয়া ১১টার দিকে এক টুইটে বাংলাদেশসহ বিশ্বকাপে অংশ নেয়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর নেতাদের সঙ্গে কথা বলার বিষয়টি উল্লেখ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ বার্তায় তিনি বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করায় সার্কভুক্ত ৪ দেশের প্রধানমন্ত্রীকে টেলিফোন ও টুইটে শুভেচ্ছা জানানোর কথা উল্লেখ করেন।
“স্পোক টু প্রেসিডেন্ট আশরাফগণি, পিএম শেখ হাসিনা, পিএম নওয়াজ শরীফ অ্যান্ড প্রেসিডেন্ট সিরিসেনা। কনভেইড মাই বেস্ট উইশেজ ফর দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ,” লেখেন তিনি।