ব্যাক ফুটে শ্রীলঙ্কা
ওয়েভ ডেস্ক : নিউজিল্যান্ডের ৩৩১ রানের বড় সংগ্রহের বিপরীতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে শ্রীলঙ্কা। অ্যাঞ্জোলো ম্যাথুসেরে দল আশ্রয় নিয়েছে ব্যাক ফুটে। ২৫ ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৩৬ রান। ইতোমধ্যে আউট হয়ে সাজঘরে ফিরেছেন ওপেনার তিলকরত্নে দিলশান, অপর ওপেনার লাহিরু থিরিমানে এবং দুই অভিজ্ঞ ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে। অবশ্য আউট হওয়ার আগে ওয়ানডে ক্যারিয়ারে একাদশতম হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন থিরিমানে, করেছেন ৬৫ রান। মাহেলা আউট হয়েছেন কোনো রান না করেই। সাঙ্গাকার ব্যাট থেকে এসেছে ৩৯ রান। আর দিলশান করেছেন ২৪ রান। ক্রিজে রয়েছেন দিমাথ করুনারত্নে ও অধিনায়ক ম্যাথুস। নিউজিল্যান্ডের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি ও পেসার ট্রেন্ট বৌল্ট।
এর আগে ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির মালিক কোরে অ্যান্ডারসনের ঝড়ো ব্যাটিং দিয়েই শুরু হয়েছে বিশ্বকাপ ক্রিকেটের একাদশতম আসরের যাত্রা। শনিবার আসরের উদ্বোধনী ম্যাচে ৪৫ বলে ৭৫ রানের মারকুটে ইনিংস খেলেছেন অ্যান্ডারসন। নির্ধারিত ৫০ ওভারে যা শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডকে ৩৩১ রানের বড় সংগ্রহ দাঁড় করাতে সাহায্য করেছে। অবশ্য ম্যাচে দলকে দুরন্ত সূচনাই দিয়েছেন নিউজিল্যান্ডের ওপেনাররা। শতরানের জুটি গড়েছেন দুই কিউই ওপেনার মার্টিন গাপ্তিল ও অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককুলাম। এই দুই ব্যাটসম্যান ১১১ রানের জুটি গড়েছেন। লঙ্কান বোলারদের বেধড়ক পিটিয়ে ১৫.৫ ওভারে নিউজিল্যান্ডের প্রথম উইকেট হিসেবে আউট হয়েছেন অধিনায়ক ম্যাককুলাম। রঙ্গনা হেরাথের বলে আউট হওয়ার আগে তিনি করেছেন ৪৯ বলে ৬৫ রান। অপর ওপেনার গাপ্তিল ৬২ বলে ৪৯ রান করেছেন। এ ছাড়া কেইন উইলিয়ামসন ৬৫ বলে ৫৭ রান করেছেন। শেষ অবদি তাই ৬ উইকেট হারিয়ে শ্রীলঙ্কাকে ৩৩২ রানের বড় টার্গেট ছুঁড়ে দিতে পেরেছে স্বাগতিক দলটি।
শ্রীলঙ্কার পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন সুরঙ্গা লাকমল ও জিবন মেন্ডিস। এ ছাড়া ১টি করে উইকেট নিয়েছেন রঙ্গনা হেরাথ ও নোয়ান কুলাসেকারা।
ভোরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বিড়ম্বনা তৈরি হলেও নির্দিষ্ট সময়েই শুরু হয়েছেন বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচটি। ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। যদিও তার এই সিদ্ধান্ত সঠিক হয়নি বলেই আপাতত প্রমাণ করে দিয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। শনিবার ভোর ৪টায় শুরু হওয়া এই ম্যাচটির ভেন্যু ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভাল স্টেডিয়াম।