
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল !
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল !
পক্ষকাল প্রতিনিধি, ইমরান হোসেন মাসুদ: বিএনপি নেত্তৃত্বাধীন ২০ দলীয় জোটের দেশব্যাপী লাগাতার অবরোধ ও সারাদেশে বিক্ষোভ মিছিলের সমর্থনে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শহীদ মিনার এলাকায় এ মিছিল হয়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, অবরোধের সমর্থনে শনিবার সকাল নয়টার দিকে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনিরুজ্জামান রেজিন ও যুগ্ম-সম্পাদক বায়েজিদ আরেফিনের নেতৃত্বে জগন্নাথ হলের সামনে থেকে একটি মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে অগ্রসর হয়। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছারত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ।
মিছিলটি টি,এস সি’র দিকে যেতে চাইলে শহীদ মিনার এলাকায় পুলিশী ধাওয়ায় তা ছত্রভঙ্গ হয়ে যায়।
মিছিলে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা, আল- মেহেদী তালুকদার, সর্দার আমিরুল ইসলাম সাগর, বাপ্পু সরকার, জহুরুল হক হলের আরিফুর রহমান, আনিসুর রহমান খন্দকার অনিক, মাহবুবুর রহমান, মুহসিন হলের রোমান পাঠান, মুজিব হলের জুবায়েরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ৩০-৩৫ জন নেতা-কর্মী।
এছাড়াও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের আসাদ মুরাদ তালুকদার, আরিফুল ইসলাম রবিন, সারোয়ার, বিন্দু ঢাকা কলেজের মাহফুজুর রহমান খান সহ আরো অনেক নেতা কর্মী উপস্থিত ছিল।