সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » » হরতাল-অবরোধকে অবৈধ ঘোষণা করতে হাইকোর্টের নির্দেশ
হরতাল-অবরোধকে অবৈধ ঘোষণা করতে হাইকোর্টের নির্দেশ
পক্ষকাল প্রতিবেদক ঃ হরতালের নামে সহিংসতা সংবিধান সমর্থন করে না বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। হরতাল এবং অবরোধের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা এক রিটের শুনানিতে আদালত আরো বলেন, হরতাল ডাকা গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার হলেও হরতাল মানতে বাধ্য করা, গাড়ি পোড়ানো এবং বাড়ি ঘরে আগুন দেয়া সংবিধান সমর্থন করে না। রিটের শুনানি শেষে হরতাল অবরোধের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার মতো নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
হরতালের নামে সহিংসতা বন্ধে, এ কর্মসূচি চলাকালে জনগণের মৌলিক অধিকার যাতে লঙ্ঘিত না হয়, সে ব্যাপারে ব্যবস্থা নিতে ২০০৭ সালে নির্দেশ ছিল আপিল বিভাগের। এরপরও মানা হয়নি উচ্চ আদালতের এ রায়। বরং হরতাল অবরোধের নামে বেড়েছে সহিংসতা এবং হতাহতের সংখ্যা।
রোববার দুপুরে হরতাল- অবরোধের বৈধতা চ্যালেঞ্জ করে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানিতে আদালত বলেন, হরতাল ডাকা গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার হলেও হরতাল মানতে বাধ্য করা সংবিধান সমর্থন করে না। তাই সরকারকে নির্দেশ দেয়া হয়, সহিংসতা রোধে কার্যকর পদক্ষেপ নেয়ার।
রিটকারীর আইনজীবী আব্দুল মতিন খসরু বলেন, ‘হরতাল- অবরোধকে অবৈধ ঘোষণা করতে আদালত রুল জারি করেছেন। এর পাশাপাশি মহামান্য আদালত সরকারকে নির্দেশ দিয়েছেন হরতাল-অবরোধকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার।’
এদিকে আদালতের এমন আদেশের পর, হরতালের সমর্থনে হাইকোর্ট প্রাঙ্গণে মিছিল করেছে বিএনপি সমর্থিত আইনজীবীরা।
এসময় বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, হরতালের নামে সহিংসতা বন্ধ হোক এটা তারাও চায়।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, ‘বিএনপি ও এর নেত্রী খালেদা জিয়াও চান না হরতালের নামে সহিংসতা হোক। তবে আমরা দাবি আদায়ে আন্দোলন করে যাবো।’
এদিকে অপর আরেকটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে একই আদালত, হরতাল-অবরোধে মধ্যেও মাধ্যমিক পরীক্ষা নেয়ার এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে কঠোর পদক্ষেপ নিতে সরকারকে নির্দেশ দেন।