হুমায়ূনের ছায়া অবলম্বনে দীপংকরের ‘অসম প্রেম’
বিনোদন রিপোর্ট: নাট্যকার, গীতিকার ও সাংবাদিক দীপংকর দীপকের চারটি বই এবারের অমর একুশের গ্রন্থমেলায় প্রকাশ হয়েছে। বইগুলোর শিরোনাম হচ্ছে ‘ঈশ্বরের সঙ্গে লড়াই’, ‘নাস্তিকের অপমৃত্যু’, ‘বুনো কন্যা’ ও ‘নিষিদ্ধ যৌবন’। বইগুলো এখন গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে।
এর মধ্যে ‘ঈশ্বরের সঙ্গে লড়াই’ ও ‘নাস্তিকের অপমৃত্যু’ গল্পগ্রন্থ দুটি প্রকাশ করেছে কলি প্রকাশনী। ‘বুনো কন্যা’ গল্পগ্রন্থটি এনেছে আকাশ প্রকাশনী। অন্যদিকে, অঙ্কুর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে ‘নিষিদ্ধ যৌবন’ কাব্যগ্রন্থটি।
হুমায়ূনের ছায়া অবলম্বনে দীপংকরের ‘অসম প্রেম’: কলম জাদুকর’খ্যাত জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের জীবনের ছায়া অবলম্বনে দীপংকর দীপক তার ‘ঈশ্বরের সঙ্গে লড়াই’ গ্রন্থের ‘অসম প্রেম’ গল্পটিকে সাজিয়েছেন।
গল্পটিতে হিমাদ্রি আহমেদের চরিত্রের মাধ্যমে হুমায়ূন আহমেদকে ফুটিয়ে তুলেছেন লেখক। এতে হিমাদ্রি আহমেদ একজন নাট্যপরিচালক। নাটক নির্মাণ করতে গিয়ে তিনি তার মেয়ের বান্ধবী শ্যামলীর প্রেমে পড়েন। ঘটনাক্রমে শ্যামলী অন্তঃসত্ত্বা হন। কিন্তু তাকে বিয়ে করতে অনাগ্রহ প্রকাশ করেন হিমাদ্রি সাহেব। কিন্তু বেঁকে বসেন শ্যামলী। অবশেষে বাধ্য হয়ে প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে শ্যামলীকে বিয়ে করেন তিনি।
বিয়ের কয়েক বছর পর হিমাদ্রি আহমেদ মারত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন। প্রযোজক জহুরুল সাহেবের সহায়তায় শ্যামলী তাকে সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা করান। কিন্তু নিয়তির নিষ্ঠুর কষাঘাতে হিমাদ্রি আহমেদকে পৃথিবী ছেড়ে চলে যেতেই হয়।
‘অসম প্রেম’র পুরো কাহিনীতেই হুমায়ূন আহমেদের জীবন ছায়ার অস্পষ্ট ছাপ পাওয়া যায়। তবে লেখকের দাবী, এর পুরো ঘটনাই তার মৌলিক চিন্তা-চেতনার ফসল। তাই এ নিয়ে বিতর্ক সৃষ্টিকরা মোটেও উচিত হবে না।
অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে প্রকাশিত ‘ঈশ্বরের সঙ্গে লড়াই’ গল্পগ্রন্থটি ইতিমধ্যেই পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলেছে।
দীপংকর দীপক বলেন, ‘মনের পিপাসা নিবারণে লেখালেখি করছি। পাশপাশি পাঠকদের কাছ থেকেও এ নিয়ে বেশ সাড়া পাচ্ছি। তাই আগামীতেও আমি সাহিত্যচর্চাটা অব্যাহত রাখতে চাই।’ তিনি আরো জানান, কবিতা ও গল্পের পাশাপাশি আগামী বইমেলায় তার নাট্যগ্রন্থ ও উপন্যাস প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।