বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » রাজনীতি » ছাত্রলীগ ও পুলিশের দখলে গাজীপুর বিএনপির জনসভা মাঠ
ছাত্রলীগ ও পুলিশের দখলে গাজীপুর বিএনপির জনসভা মাঠ
গাজীপুর প্রতিনিধি:
আগামী শনিবার গাজীপুরে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে বিএনপির জনসভা এবং একই স্থানে ছাত্রলীগের ডাকা বিক্ষোভ সমাবেশ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। এর প্রেক্ষাপটে বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠি মিছিল নিয়ে ওই কলেজ মাঠে প্রবেশ করে। পরে সেখানে অবস্থান নিয়ে মিছিল, সভা করে।
বিকেল পর্যন্ত বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ওই মাঠ এলাকায় দেখা যায়নি।
ছাত্রলীগ বিক্ষোভ সমাবেশের জন্য কলেজ মাঠের পূর্ব পাশে একটি ছোট প্যান্ডেল তৈরি করেছে। তবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত খালেদা জিয়ার জনসভার জন্য মঞ্চ তৈরির কাজ করতে পারেনি বিএনপি।
উদ্ভূত পরিস্থিতিতে বিকেলে গাজীপুর বিএনপির নেতারা জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নান বলেন, শনিবার খালেদা জিয়ার জনসভা যথাসময়ে অনুষ্ঠিত হবে।
সকাল থেকে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে পুলিশ মোতায়েন ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগের কয়েক শ নেতা-কর্মী লাঠিসোঁটা নিয়ে মাঠে ঢুকে মিছিল করেন। তারা কখনো মাঠে, কখনো মাঠের বাইরে অবস্থান নিয়ে মিছিল-সভা করতে থাকেন। এ সময় গাজীপুর জেলা ছাত্রলীগের প্রাক্তন সভাপতি মো. হীরা সরকার, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. ফায়জুর রহমান উপস্থিত ছিলেন।
এদিকে, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা চান্দনা চৌরাস্তায় মিছিল করেছেন বেগম খালেদা জিয়ার গাজীপুর আগমনকে স্বাগত জানিয়ে। মিছিলে অন্যদের মধ্যে থানা বিএনপির সাধারণ সম্পাদক সুজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ বাচ্চু, জেলা ছাত্রদলের সভাপতি শরাফত হোসেন, সহসভাপতি মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিকেলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মেয়র অধ্যাপক এম এ মান্নান, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুলসহ বিএনপি ও অঙ্গসংঠনের নেতারা গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মেয়র অধ্যাপক এম এ মান্নান বলেন, বেগম খালেদা জিয়ার জনসভা সফল করতে তাদের প্রস্তুতি চলছে। তারা ইতিমধ্যে লক্ষ করেছেন, আওয়ামী লীগের একটি অঙ্গসংগঠন মঞ্চ বানানোর জন্য মালামাল নিয়ে যাওয়া বিএনপি নেতা-কর্মীদের গাড়িটা কলেজ মাঠে ঢুকতে দেয়নি।
তিনি বলেন, পুলিশের ছত্রচ্ছায়ায় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে প্রবেশের পথে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা লাঠিসোঁটা, অস্ত্রপাতি নিয়ে বসে আছেন। আমাদের নেতা-কর্মীরা গেলে তারা আক্রমণ করবেন। এই পরিস্থিতিতে আমরা জেলা প্রশাসনের কাছে এসেছি। আমরা শান্তিপূর্ণ জনসভা করতে চাই। খালেদা জিয়ার প্রতিটি জনসভা শান্তিপূর্ণ হয়েছে। কারো ওপর হামলা করা বা কেউ আমাদের ওপর হামলা করবে- এটা আমাদের কাম্য নয়। আমাদের প্রস্তুতি চলছে। ইনশাল্লাহ আগামী শনিবার আমাদের জনসভা যথাসময়ে অনুষ্ঠিত হবে।’
ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে আগামী শনিবার বিএনপির জনসভা হওয়ার কথা রয়েছে। এতে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তারেক রহমানের কটূক্তির প্রতিবাদে ছাত্রলীগ ওই সমাবেশ প্রতিহত এবং একই দিন একই স্থানে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে।