লক্ষীপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
রুবেল হোসেন, লক্ষীপুর প্রতিনিধি: লক্ষীপুর জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শুক্রবার রাত ১২টা এক মিনিটে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় প্রশাসন। এসময় ফুল দিয়ে শ্রদ্ধা জানান লক্ষীপুর জেলা প্রশাসক এ কে এম টিপু সুলতান, পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক, কংকন চাকমা, লক্ষীপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন।
এরপর জেলা রাজনৈতিক নেতা কর্মীরা, জেলা মুক্তিযুদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, লক্ষীপুর পৌরসভা সহ জেলার বিভিন্ন স্কুল কলেজ ও সরকারী বেসরকারী প্রতিষ্ঠান গুলো শহীদরে শরনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ দিকে শনিবার সকালে শহরের, লক্ষীপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, লক্ষীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়, লক্ষীপুর প্রাথমিক বালিকা বিদ্যালয়, লক্ষীপুর সরকারী টেকনিকেল স্কুল এন্ড কলেজ, লক্ষীপুর জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এয়াড়াও লাহার কান্দি উচ্চ বিদ্যালয়, ইনসাফ ওপেন হার্ট স্কুল এন্ড কলেজ, ওপেন হার্ট কিন্টার গার্ডেন স্কুল এন্ড কলেজ, বেসরকারী প্রতিষ্ঠান নতুন প্রজম্ম লিঃ, প্রতিভা সমবায় সমিতি লিঃ সংগঠন গুলো পৃথক পৃথক ভাবে লাহার কান্দি উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনারে ফুলি দিয়ে শ্রদ্ধা জানায়। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান দিয়ে শহীদদের প্রতি সম্মাননা জানান।