মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » খেলাধুলা » বিশ্বকাপ ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি করলেন গেইল
বিশ্বকাপ ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি করলেন গেইল
পক্ষকাল ডেস্ক ঃ
বিশ্বকাপ ক্রিকেটের আজকের একমাত্র ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে রানের ঝড় তুলেছেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ক্রিস গেইল।
বিশ্বকাপের ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরির পাশাপাশি স্যামুয়েলসকে সাথে নিয়ে একদিনের ম্যাচের সর্বোচ্চ ৩৭২ রানের পার্টনারশীপের রেকর্ড গড়েছেন।
ইনিংসের শেষ বলে ক্যাচ আউট হওয়ার আগে ১৪৬ বলে গেইল করেছেন ২১৫ রান যা বিশ্বকাপের ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রান।
একদিনের আন্তর্জাতিক ম্যাচে এটি তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রান।
গেইলের পাশাপাশি সেঞ্চুরি পেয়েছেন স্যামুয়েলস।
সেঞ্চুরি পেয়েছেন স্যামুয়েলসও। ১৩৩ রানে শেষ পর্যন্ত অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।
টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিরো ওয়েস্ট ইন্ডিজ।
কিন্তু ইনিংসের দ্বিতীয় বলেই বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরত যান ওয়েস্ট ইন্ডিজে উদ্বোধনী ব্যাটসম্যান ড্যারেন স্মিথ। দলের রান তখন শুন্য।
এরপর গেইল ও স্যামুয়েলস ৫০ ওভার খেলা শেষ করে মাঠ ছাড়েন।
৫০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের দলীয় রানও তাই ৩৭২ দুই উইকেটের বিনিময়ে।
এটি ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রানের রেকর্ড।