লক্ষ্মীপুর মৎস্য অফিসে আগুন!
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা মৎস্য ভবনে আগুন দিয়েছে দূবির্ত্তরা । সোমবার দিবাগত রাত্রে ৩ ঘটিকার সময় এ ঘটনা ঘটে।এ সময় দূবির্ত্তদের পেলে একটি পেট্রল জাতিয় দ্রব্যের খালি বোতল ও এটি তাজা ককটেল উদ্ধার পাওয়া যায়। মৎস্য অফিস সূত্রে জানা যায় রাত ত টার দিকে কে বা কারা মৎস্য ভবনের দক্ষিন ও পশ্চিম কর্নারের জ্বানালা দিয়ে পেট্রল ঢেলে আগুন দেয় এসময় অফিস কক্ষে থাকা গুরুত্বপূর্ন নথীপত্র ও মালামাল আগুনে পুড়ে যায়। মৎস্য অফিসের নোশ্য প্রহরী ও একজন কর্মকর্তা আগুন নিয়ন্ত্রনে আনে। জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলেকউজ্জামান জানান আনুমানিক রাত্র ৩ টার সময় দূবির্ত্তরা জেলা মৎস ভবনে আগুন দেয় এতে অফিসে থাকা প্রয়োজনীয় কাগজ পত্র ও মালামাল আগুনে পুড়ে যায়। এতে প্রায় ১ লক্ষ টাকা ক্ষয় ক্ষতি হয় বলে জানান তিনি। এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে এই কর্মকর্তা যানান । লক্ষ্মীপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ই্কবাল হোসেন জানান রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আজ (মঙ্গল বার) সকালে সার্কেল এসপি নাসিম মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন এ সময় সার্কেল এসপি নাছিম মিয়া বলেন তদন্ত পূর্বক দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ।