চার বস্তা বৈদেশিক মুদ্রাসহ ৫২৮টি সোনার বার উদ্ধার
পক্ষকাল প্রতিবেদক:
চার বস্তা বৈদেশিক মুদ্রাসহ ৫২৮টি সোনার বার উদ্ধার করেছে পুলিশ রাজধানীর পল্টনে একটি বাসায় অভিযান চালিয়ে ৪ বস্তা বৈদেশিক মুদ্রাসহ প্রায় ৫২৮ টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান পরিচালনাকালে এসব মুদ্রা উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মঈনুল খান এই তথ্য নিশ্চিত করেছেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, পল্টনে ২৯/১ ঠিকানার বাড়িতে মোহাম্মদ আলীর দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে এসব মুদ্রা ও সোনার বার উদ্ধার করা হয়েছে। মালিক নিজেকে একবার মিষ্টান্ন ব্যবসায়ী আরেকবার আবাসন ব্যবসায়ী বলে পরিচয় দেন। ওই বাসা থেকে সোনা চোরাচালানের ব্যবসা করা হয়, এমন খবরের ভিত্তিতে আজ এ অভিযান চালানো হয়।শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান জানান, সোনার প্রতিটি বারের ওজন ১০ তোলা করে। উদ্ধার হওয়া এসব বারের মোট ওজন ৬৮ কেজির মতো। প্রতি কেজি সোনার দাম ৫০ লাখ টাকা। আটক করা মোহাম্মদ আলীর বিরুদ্ধে শুল্ক আইনে মামলা করা হবে। শুল্ক আইনে এসব সোনার বৈধ কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে।