শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » রাজনীতি » ইউ পার্লামেন্টের আশংকা বাংলাদেশে চরমপন্থীদের উত্থান হতে পারে
ইউ পার্লামেন্টের আশংকা বাংলাদেশে চরমপন্থীদের উত্থান হতে পারে
পক্ষকাল প্রতিবেদকঃসম্প্রতি বাংলাদেশ ঘুরে যাওয়া ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলের আশংকা বিরোধী দল দূর্বল হয়ে পড়লে চরমপন্থী শক্তি সে স্থান দখল করে নেবে।
প্রতিনিধিদলের সদস্য জোসেফ ওয়েডেনহোলজার বৃহস্পতিবার পার্লামেন্টে এক বিবৃতিতে একথা বলেন।
তিনি আরও বলন, ’এর অর্থ হচ্ছে সন্ত্রাসবাদীরা এ জায়গা দখল করে নেবে’। তিনি একে আরও বড় ঝুঁকি এবং বড় বিপদ হিসেবে অভিহিত করেন।
পার্লামেন্টের প্রতিনিধি দল গত ১৭ থেকে ২০ তারিখ পর্যন্ত বাংলাদেশ সফর করেন এবং বিভিন্ন পর্যায়ে ২০-এর অধিক সভা করেন।
জোসেফ খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বান্তবায়িত হলে পরিস্থিতির চরম অবনতি ঘটতে পারে বলে মনে করেন। তিনি খালেদা জিয়ার গ্রেফতারের ঘটনাকে ‘সমস্যাদায়ক’ বলে চিহ্নিত করেন।
জোসেফ বলেন গত কয়েকদিনের সহিংসতায় ৬০-এর অধিক লোক মারা গেছে এবং সাত থেকে ১০ হাজার বিরোধী দলের সদস্যদের আটক করা হয়েছে।
‘এ সহিংসতা বন্ধ করা, এ সমস্যার সমাধান করা খুবই দুরুহ ব্যাপার।’ বলে মনে করেন তিনি ।
প্রকৃতপক্ষে সমঝোতার কোনো সম্ভাবনা তিনি দেখছেন না বলে উল্লেখ করেন।
তারা নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন ব্যক্তির সঙ্গে আলোচনা করেছেন এবং সাধারণভাবে এ বিরোধ ‘গৃহযুদ্ধে’ রুপ নিতে পারে বলে মন্তব্য করেছেন।