শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » বিশ্বের ১০০ প্রভাবশালী চিন্তাবিদের তালিকায় পঞ্চম ড. ইউনূস
বিশ্বের ১০০ প্রভাবশালী চিন্তাবিদের তালিকায় পঞ্চম ড. ইউনূস
পক্ষকাল ডেস্ক:
ক্ষুদ্র ঋণের প্রবক্তা ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস বিশ্বের সবচেয়ে প্রভাবশালী চিন্তাবিদদের তালিকায় স্থান করে নিয়েছেন।তালিকার শীর্ষস্থানে রয়েছেন পোপ ফ্রান্সিস। জুরিখভিত্তিক পত্রিকা টাগেনসানজেইগার (Tagesanzeiger) এর ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।তালিকাটি তৈরির জন্য গবেষণা করেন জুরিখের গতিলেব ডাটওয়ালের ইনস্টিউট ফর ইকোনমি অ্যান্ড সোশ্যাল স্টাডিজ এবং এমআইটি এর গবেষক পিটার গ্লুর।
তালিকার শীর্ষে থাকা পোপ ফ্রান্সিসের পরেই রয়েছে ‘ইন্টারনেটের পোপ’ টিম বার্নারস লি.। তৃতীয় ও চতুর্থস্থানে রয়েছেন যথাক্রমে নোবেল বিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অর্মত্য সেন এবং চেক লেখক মিলান কুন্দ্রা।শীর্ষ ১০ এর অন্যান্যরা হলেন; ঔপন্যাসিক মারিও ভারগাস লোসা (৬ষ্ঠ), পদার্থবিদ মারে গেলম্যান (৭ম), ঔপন্যাসিক পাউলো কোয়েলহো (৮ম), এনথ্রোপলজিস্ট জেন গুড্যাল (৯ম) এবং লেখক নাওমি কেন্ (১০ম)।