পেট্রোলবোমায় দগ্ধ আরো একজনের মৃত্যু
পক্ষকাল প্রতিবেদকঃ চলমান রাজনৈতিক সহিংসতায় পেট্রোল বোমায় দগ্ধ বগুড়া জেলার কাহালু থানার নিশ্চিন্তপুর গ্রামের ট্রাক হেল্পার জাহাঙ্গীর হোসেন (৩০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে তিনি মারা যান। ঢামেক ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক ডাক্তারের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সহিংসতার শিকার হয়ে জাহাঙ্গীর হোসেন আশঙ্কাজনক অবস্থায় ঢামেকে ভর্তি হন। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে তিনি মারা যান। মৃত্যুর সময় জাহাঙ্গীরের স্ত্রী বিউটি আক্তার এবং নিকট আত্মীয় মামুন উপস্থিত ছিলেন।
মামুন জানান, ২৩ জানুয়ারি রাত ৮টার দিকে বগুড়ার চার মাথা এলাকায় ট্রাক চালক মাসুদ এবং জাহাঙ্গীর হরতাল ও অবরোধ সমর্থকদের ছোঁড়া পেট্রোল বোমার শিকার হন। পরে তাদেরকে ঢামেকে নিয়ে আসা হয়।
ট্রাক চালক মাসুদ এখনও ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি। নিহত জাহাঙ্গীর এক ছেলে এবং এক মেয়ের জনক ছিলেন বলে জানান মামুন। জাহাঙ্গীরের শরীরের ৪৬ শতাংশ দগ্ধ হয়েছিল বলে হাসপাতাল সূত্রে জানা যায়।
বিভাগ: