শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » মহেশপুরে বিএনএফ-এর অর্থয়ানে হরিজন ও বাগদী সম্প্রদায়ের উন্নয়ন প্রকল্প সফলতা
মহেশপুরে বিএনএফ-এর অর্থয়ানে হরিজন ও বাগদী সম্প্রদায়ের উন্নয়ন প্রকল্প সফলতা
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এবং গ্রাম উন্নয়ন সংস্থার পরিচালনায় হরিজান ও বাগদী সম্প্রদায়ের জীবনযাত্রার মান উন্নয়নে শিক্ষা ও স্বাস্থ্য স্যানিটেশন শীর্ষক প্রকল্পটি সফলতার সাথে বাস্তবায়িত হচ্ছে।
জানা গেছে, মহেশপুর উপজেলায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন(বিএনএফ) এর আর্থিক সহায়তায় এবং গ্রাম উন্নয়ন সংস্থা(গ্যাস) এর পরিচালনায় উপজেলার গয়েশপুর, ইদ্রাকপুর,বেদেরগাড়ী ও নস্তী গ্রামে হরিজন ও বাগদী সম্প্রদায়ের ৩০০টি পরিবারের মধ্যে বিনামুল্যে স্বাস্থ্য স্যানিটেশন, শিক্ষাদান,বৃক্ষরোপন এবং ২টি উপ-আনুষ্ঠানিক বিদ্যালয়ে ছাত্র/ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরন ও পোষাক বিতরন করা হয়েছে। পকল্পটি বাস্তবানে হরিজন ও বাগদী সম্প্রদায়ের জনগোষ্টির জীবনযাত্রার মান বৃদ্ধিতে গুরুরপূর্ণ অবদান রেখেছে। গত ১৫/২/১৫ইং তারিখে সংস্থাটির কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুলফিকার আলী। তিনি জানান, সংস্থাটির কার্যক্রম সন্তোষজনক। এই প্রকল্পের মাধ্যমে এলাকার হরিজন ও বাগদী সম্প্রদায়ের উপরকারভোগীরা শিক্ষা সহ বিশেষ করে স্বাস্থ্যসেবা, বৃক্ষরোপনের ক্ষেত্রে যথেষ্ট উপকৃত হয়েছে।