রাজধানীসহ মফ্স্বলে আটক বাণিজ্য অব্যাহত
সাব্বির আহমেদ ঃ
রাজধানী সহ উত্তরখান দক্ষিণ খান এলাকায় পুলিশের আটক বাণিজ্য চরমে। রাতের অন্ধকারে বিভিন্ন অজুহাত দেখিয়ে পুলিশ, র্যাব পরিচয়ে সাদা পোষাক ধারী লোকজন ধরে নিয়ে যাচ্ছে অপরাধী নামে নিরীহ ব্যাক্তিদের। পরবর্তীতে পুলিশের তদন্তে যারা অপরাধী তথা বিএনপি জামায়াতপন্থী বলে চিহ্নিত হচ্ছে তারাও আবার স্থানীয় প্রভাবশালী সরকার সমর্থকদের জোরতদবিরে বেরিয়ে আসছে। চলমান সহিংস ঘটনার মোকাবিলার নামে আইন শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার অভিযান এখন গণগ্রেফতারে পরিণত হয়েছে। জনৈক পরিবারের সাথে আলোচনা করে জানা যায়, পরিবারের বিশ উর্দ্ধ সাদিকুল্লাহ নামে এক সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ পড়–য়া মেধাবীকে পুলিশের ‘রুল অব কন্ডাক্ট ভঙ্গ’ করে খোদ ক্লাস রুম থেকে তুলে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী। পরে তাকে আদালতে গাড়ি পোড়ানোর মামলা দেয়া হয়। এসবের সংখ্যা বর্তমানে রাজধানী ছাড়িয়ে মফ্স্বলে অস্বাভাবিক হারে বেড়ে চলছে। একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায় পুলিশ উত্তরায় বিভিন্ন স্থানে আটকের নামে ব্যাপক হয়রানি বাণিজ্য করছে। আর এসবের বেশিরভাগের শিকার হচ্ছে নিরীহ জনগণ।