মঙ্গলবার, ৩ মার্চ ২০১৫
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | রাজনীতি » লিটনের বাড়িতে বোমা, বুলবুলের বাড়িতে ঢিল
লিটনের বাড়িতে বোমা, বুলবুলের বাড়িতে ঢিল
রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীতে আওয়ামী লীগ নেতা এএইচএম খায়রুজ্জামান লিটনের বাড়িতে বোমা হামলার পর বিএনপি নেতা ও মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের বাড়িয়ে ইট ছোড়ার ঘটনা ঘটেছে।
সিটি কর্পোরেশনের সাবেক মেয়র লিটনের বাড়িতে বোমা বিস্ফোরণে কেউ হতাহত না হলেও ইটের আঘাতে বুলবুলের শাশুড়ি মাথায় আঘাত পেয়েছেন।
দুজনের বাড়িই নগরীর উপশহরে পাশাপাশি অবস্থিত। সোমবার রাত ৯টার দিকে হামলার সময় আওয়ামী লীগের নগর সভাপতি লিটন বাসায় ছিলেন না। আর মেয়র বুলবুল নাশকতার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
খায়রুজ্জামান লিটনের স্ত্রী শাহীন আক্তার রেনী জানান, সোমবার রাত ৯টার দিকে তাদের ড্রয়িং রুমের বেলকনিতে বিকট শব্দে একটি বোমার বিস্ফোরিত হয়। বোমার শব্দে আশাপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
সাংবাদিকদের তিনি বলেন, “বোমার স্প্লিন্টারে ড্রয়িং রুমের জানালার কাঁচ ভেঙে গেছে।”
ঘটনার প্রত্যক্ষদর্শী গৃহকর্মী ময়না বলেন, “ওই সময় বাড়ির ছাদে ছিলাম। ট্রাউজার পড়া দুজন যুবক বাড়ির সামনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তারা বাড়ির সামনে এসে একটি বোমা ছুড়ে দৌড় দিয়ে পশ্চিম দিকে পালিয়ে যায়।
বোয়ালিয়া থানার ওসি আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খায়রুজ্জামান লিটনের বাড়িতে বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে মেয়র বুলবুলের দুই ভাই মুশতাক হোসেন ঝন্টু ও মাইমুল হাসান বাবুকে আটক করা হয়েছে।
এদিকে লিটনের বাড়িতে বোমা হামলার পর বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বুলবুলের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ আওয়ামী লীগ সমর্থকরা।
ওসি আলমগীর বলেন, তারা বুলবুলের বাড়ির সামনে নামফলক ভাঙচুর করে। বাড়ি লক্ষ্য করে ইট ছুড়লে জানালার কাঁচ ভেঙে যায়।
“ইটের আঘাতে আহত হন মেয়রের শাশুড়ি শাহারা খাতুন।”
তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।