শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১

Daily Pokkhokal
বুধবার, ৪ মার্চ ২০১৫
প্রথম পাতা » অর্থনীতি » বিতর্কিত এমপিরাও খাসজমি বন্দোবস্ত কমিটির উপদেষ্টা হলেন
প্রথম পাতা » অর্থনীতি » বিতর্কিত এমপিরাও খাসজমি বন্দোবস্ত কমিটির উপদেষ্টা হলেন
৩১৪ বার পঠিত
বুধবার, ৪ মার্চ ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিতর্কিত এমপিরাও খাসজমি বন্দোবস্ত কমিটির উপদেষ্টা হলেন


---

পক্ষকাল প্রতিবেদক॥

সরকার দলীয় সংসদ সদস্যদের জেলা কৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ভুমি মন্ত্রণালয় থেকে ১ মার্চ গেজেট জারির মাধ্যমে পার্বত্য জেলাসমূহ বাদে দেশের ৬১ জেলার খাসজমি বন্দোবস্ত কমিটির উপদেষ্টা হিসেবে সরকার দলীয় সংসদ সদস্যদের মনোনয়ন দেয়া হয়েছে।

মনোনয়ন দেয়া এই উপদেষ্টাদের তালিকায় আবদুর রহমান বদি, শামীম ওসমান, নিজাম উদ্দীন হাজারী, নুরুন্নবী চৌধুরী শাওনের মত বিগত সময় বিভিন্ন কারণে বিতর্কিত এমপিরাও রয়েছেন।

কৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত নীতিমালা ১৯৯৭’র সর্বশেষ সংশোধনীর আলোকে এই উপদেষ্টা নিয়োগ দেয়া হয় বলে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ আকরাম হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

সরকার দলের বাইরে বিরোধী দল জাতীয় পার্টির মাত্র একজন সংসদ সদস্য উপদেষ্টা হিসেবে মনোনয়ন পেয়েছেন। বিরোধী দলীয় চীফ হুইপ ও কুড়িগ্রাম ৩ আসনের এমপি এ কে এম মাঈদুল ইসলামকে কুড়িগ্রাম জেলার খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির উপদেষ্টা মনোনয়ন দেয়া হয়।

বিদ্যমান বিধি অনুসারে জেলা প্রসাশক (ডিসি) জেলা কৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন। ১১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে জেলা পুলিশ সুপারসহ জমিজমা সংক্রান্ত বিষয়ের সঙ্গে সম্পৃক্ত জেলার অন্যান্য অফিসের কর্তা ব্যক্তিরা এ কমিটির সদস্য। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন আরডিসি (রেভিনিউ ডেপুটি কালেক্টর)।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে সংসদ সদস্যরা তাদের জেলা কৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটিতে সম্পৃক্ত হওয়ার জন্য দাবি জানিয়ে আসছেন। এসব দাবি দাওয়া নিয়ে তারা জাতীয় সংসদে কথা বলার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও বিভিন্ন সময় কথা বলেছেন।

উপদেষ্টা হিসেবে মনোনীত এমপিরা হলেন- পঞ্চগড়-২ আসনের মোঃ নূরুল ইসলাম সুজন (পঞ্চগড় জেলা), ঠাকুরগাঁও-২ আসনের আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম (ঠাকুরগাঁও), দিনাজপুর-১ আসনের মনোরঞ্জন শীল গোপাল (দিনাজপুর), নীলফামারী-১ আসনের মোঃ আফতাব উদ্দিন সরকার (নীলফামারী), লালমনিরহাট-৩ আসনের আবু সালেহ মোহাম্মদ সাঈদ (দুলাল) (লালমনিরহাট), রংপুর-৫ আসনের এইচ. এন আশিকুর রহমান (রংপুর), কুড়িগ্রাম-৩ আসনের এ, কে, এম মাঈদুল ইসলাম (কুড়িগ্রাম), গাইবান্ধা-২ আসনের মোছাঃ মাহাবুব আরা বেগম গিনি (গাইবান্ধা), জয়পুরহাট-২ আসনের সাঈদ আল মাহমুদ স্বপন (জয়পুরহাট), বগুড়া-১ আসনের আব্দুল মান্নান (বগুড়া), চাঁপাইনবাবগঞ্জ- ৩ আসনের মোঃ আব্দুল ওদুদ (চাঁপাইনবাবগঞ্জ), নওগাঁ-১ আসনের সাধন চন্দধ মজুমদার (নওগাঁ), রাজশাহী-৩ আসনের মোঃ আয়েন উদ্দিন (রাজশাহী), নাটোর-৪ আসনের মোঃ আব্দুল কুদ্দুস (নাটোর), সিরাজগঞ্জ-২ আসনের মোঃ হাবিবে মিল্লাত (সিরাজগঞ্জ), পাবনা-৫ আসনের গোলাম ফারুক খন্দঃ প্রিন্স (পাবনা), মেহেরপুর-২ আসনের মোঃ মকবুল হোসেন (মেহেরপুর), কুষ্টিয়া-৩ আসনের মোঃ মাহবুবউল আলম হানিফ (কুষ্টিয়া), চুয়াডাঙ্গা-১ আসনের সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন) (চুয়াডাঙ্গা), ঝিনাইদহ-১ আসনের মোঃ আব্দুল হাই (ঝিনাইদহ), যশোর-১ আসনের শেখ আফিল উদ্দিন (যশোর), মাগুরা-১ আসনের মোহাম্মদ সিরাজুল আকবর (মাগুরা), নড়াইল-১ আসনের মোঃ কবিরুল হক (নড়াইল), বাগেরহাট-৩ আসনের তালুকদার আব্দুল খালেক (বাগেরহাট), খুলনা-৪ আসনের এস.এম. মোস্তফা রশিদী (খুলনা), সাতক্ষীরা-২ আসনের মীর মোস্তাক আহমেদ রবি (সাতক্ষীরা), রবগুনা-১ আসনের ধীরেন্দ্র দেবনাথ শম্ভু (বরগুনা), পটুয়াখালী-৩ আসনের আ খ ম জাহাঙ্গীর হোসাইন (পটুয়াখালী), ভোলা-৩ আসনের নুরুন্নবী চৌধুরী (ভোলা), বরিশাল-১ আসনের আবুল হাসনাত আবদুল্লাহ্ (বরিশাল), ঝালকাঠি-১ আসনের বজলুল হক হারুন (ঝালকাঠি), পিরোজপুর-১ আসনের এ, কে, এম, এ আউয়াল (সাইদুর রহমান) (পিরোজপুর), টাংগাইল-১ আসনের মোঃ আবদুর রাজ্জাক (টাংগাইল), জামালপুর-৩ আসনের মির্জা আজম (জামালপুর), শেরপুর-১ আসনের মোঃ আতিউর রহমান আতিক (শেরপুর), ময়মনসিংহ-১০ আসনের ফাহমী গোলন্দাজ বাবেল (ময়মনসিংহ), নেত্রকোনা-৫ আসনের ওয়ারেসাত হোসেন বেলাল (নেত্রকোনা), কিশোরগঞ্জ-৪ আসনের রেজওয়ান আহম্মদ তৌফিক (কিশোরগঞ্জ), মানিকগঞ্জ-২ আসনের বেগম মমতাজ বেগম (মানিকগঞ্জ), মুন্সিগঞ্জ-২ আসনের বেগম সাগুফতা ইয়াসমিন (মুন্সিগঞ্জ), ঢাকা-৪ আসনের হাবিবুর রহমান মোল্লা (ঢাকা), গাজীপুর-২ আসনের মোঃ জাহিদ হাসান রাসেল (গাজীপুর), নরসিংদী-৫ আসনের রাজি উদ্দিন আহমেদ (নরসিংদী), নারায়ণগঞ্জ-৪ আসনের শামীম ওসমান (নারায়ণগঞ্জ), রাজবাড়ী-২ আসনের মোঃ জিল্লুল হাকিম (রাজবাড়ী), ফরিদপুর-১ আসনের মোঃ আব্দুর রহমান (ফরিদপুর), গোপালগঞ্জ-২ আসনের শেখ ফজলুল করিম সেলিম (গোপালগঞ্জ), মাদারীপুর-৩ আসনের আ.ফ.ম. বাহাউদ্দিন (নাছিম) (মাদারীপুর), শরীয়তপুর-৩ আসনের নাহিম রাজ্জাক (শরীয়তপুর), সুনামগঞ্জ-৫ আসনের মুহিবুর রহমান মানিক (সুনামগঞ্জ), সিলে-৪ আসনের ইমরান আহমদ (সিলেট), মৌলভীবাজার-৪ আসনের মোঃ আব্দুস শহীদ (মৌলভীবাজার), হবিগঞ্জ-২ আসনের মোঃ আব্দুল মজিদ খান (হবিগঞ্জ), ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের র, আ, ম উবায়দুল মোকতাদি চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া), কুমিল্লা-৫ আসনের আব্দুল মতিন খসরু (কুমিল্লা), চাঁদপুর-৩ আসনের ডা. দীপু মনি (চাঁদপুর), ফেনী-২ আসনের নিজাম উদ্দিন হাজারী (ফেনী), নোয়াখালী-৪ আসনের মোহাম্মদ একরামুল করিম চৌধুরী (নোয়াখালী), লক্ষ্মীপুর-২ আসনের মোঃ আবদুল্লাহ (লক্ষ্মীপুর), চট্টগ্রাম-৬ আসনের এ.বি.এম ফজলে করিম চৌধুরী (চট্টগ্রাম), কক্সবাজার-৪ আসনের আবদুর রহমান বদি (কক্সবাজার)।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)